২৭ এপ্রিল হনূমান জয়ন্তীর শুভক্ষণ দেখে নিন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :-  প্রতিবছর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনূমান জয়ন্তী পালন করা হয়। কিন্তু এবার সবকিছু পিছিয়ে গেছে তাই এবার ২৭ এপ্রিল হনূমান জয়ন্তীর শুভক্ষণ পড়েছে। এই দিন এক শুভ যোগ স্থাপন হচ্ছে। হনূমান জয়ন্তীর পুজো ও উপবাস করলে হনুমানজীর কৃপা পাওয়া যায় এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই বজরংবলীর পুজো করলে আর্থিক , শারীরিক ও মানষিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এই বছর মঙ্গলবার এই দিনটা পড়েছে। তাই এই বছর বজরংবলী পুজোর জন্য খুবই শুভ। এছাড়াও এই সিদ্ধি ও ব্যাতিপাত নামের দুটি যোগ এই বছর সৃষ্টি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বজরংবলীর পুজোর শুভক্ষণ –

আরো পড়ুন :- সর্বদা মা লক্ষীর কৃপা থাকে এই চার রাশির উপর

পূর্ণিমা তিথি শুরু হবে – ২৬ এপ্রিল দুপুর ১২ টা ৪৬ মিনিটে

পূর্ণিমা তিথি সমাপ্ত হবে – ২৭ এপ্রিল রাত ৯ টা ০১ মিনিটে।

আরো পড়ুন :- জানুন মানুষ কখন আইনি জটিলতায় জড়িয়ে পড়েন , কি বলছে জ্যোতিষ শাস্ত্র

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য 

কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ ,  শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা ,  কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ

ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন