Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মকর রাশির অধিপতি হলেন শনি। শনি বারটি শনি দেবের জন্য সমর্পিত। আর শনি বারই শনি দেবের পূজার্চনা করা হয়। শনি দেবকে কর্মফল দাতা বলা হয়ে থাকে। কারণ শনি দেব মানুষের কর্মের উপর তার ফল দিয়ে থাকেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী , শনি দেবের শুভ দৃষ্টির ফলে কোনো ব্যাক্তির জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে আর শনি দেবের কুদৃষ্টির ফলে মানুষের জীবনে নানান সমস্যা দেখা দেয়। জীবন দুর্বিসহ হয়ে ওঠে। রাশি চক্রে ১২ টি রাশির মধ্যে ৩ টি রাশি আছে , যাদের উপর শনি দেবের বিশেষ আশীর্বাদ থাকে।
আরো পড়ুন :- শুক্রের উদয়ের ফলে এই ৭ রাশির ভাগ্য ফিরবে , দেখুন আপনার রাশি আছে কি না
১. মকর রাশি :- এই রাশির অধিপতি হলেন স্বয়ং শনি দেব। শনি দেবের আশীর্বাদে এই রাশির জাতকরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন। তারা শনিদেবের আশীর্বাদে সমস্ত সুখ লাভ করেন।
২. তুলা রাশি :- তুলা রাশির অধিপতি হলেন শুক্র। শুক্রকে সুখ ও সমৃদ্ধির কারক গ্রহ বলা হয়ে থাকে। তুলা রাশি শনিদেবের অতি প্রিয় রাশি। এই রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা কর্মঠ ও সৎ হয়ে থাকেন। এই রাশির ব্যাক্তিরা শনি দেবের পুজো করলে ভালো ফল পেয়ে থাকেন। এরা সৎ ও কর্মঠ হবার কারণে শনিদেব এদের পছন্দ করেন।
৩. কুম্ভ রাশি :- এই রাশির অধিপতি হলেন শনিদেব। এই রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা অত্যান্ত সরল স্বভাবের হয়ে থাকেন। এরা মানুষের সাহায্য করতে পিছুপা হন না। তাই এদের প্রতি শনিদেব বিশেষ প্রসন্ন থাকেন।
আরো পড়ুন :- নিজের জন্মবার অনুযায়ী বেছে নিন নিজের ক্যারিয়ার , সফলতা আসবেই।
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)