সাবধান , কথা বলার সময় ছড়াতে পারে করোনা ! নতুন রিপোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কথা বলার সময় ছড়াতে পারে করোনা ! করোনা ভাইরাস বাতাসে ছড়াতে পারে আগেই বলেছিলেন বিজ্ঞানীরা। নতুন গবেষণা বলছে, হাঁচি-কাশির চেয়েও কথা বলার সময় করোনা ছড়ায়। ল্যানসেটের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।

করোনা

গবেষণার সূত্র ধরে বিজ্ঞানীরা দাবি করেছিলেন, মানুষের নাক ও মুখ থেকে বেরোনো ড্রপলেটে ভাইরাল স্ট্রেইন মিশে থাকতে পারে। এই ড্রপলেটে বাতাসে ভেসে ভাইরাল স্ট্রেইন ছড়িয়ে পড়তে পারে। ল্যানসেটের গবেষকরা বলছেন, হাঁচি বা কাশির কারণে যে বড় ড্রপলেট তৈরি হয় তাতে ভেসে ভাইরাস বহুদূরে ছড়িয়ে পড়বে এমনটা ভাবা ভুল।

প্রশ্ন উঠতে পারে ভাইরাস এত দূর ভেসে যাচ্ছে কীভাবে ? আরও সহজ করে বললে, ধরুন আপনি  আক্রান্ত রোগীর থেকে ৬ ফুটেরও বেশি দূরত্বে রয়েছেন, তাহলেও ভাইরাসের কণা হাওয়ায় ভেসে আপনার নাক বা মুখ দিয়ে ঢুকে পড়তে পারে। ঠিক যেমন বাতাসে ভাসমান দূষিত কণা গুলো প্রতিদিন নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে ঢোকে। বাতাসে ভেসে বেড়ানো ভাইরাস থেকে রক্ষা পেতে ফেস-মাস্ক পরা বাধ্যতামূলক, ভিড়ের মধ্যে গেলে ফেস-শিল্ড থাকলে খুবই ভালো হয়।

আরো পড়ুন :- করোনার কবল থেকে পরিবারকে মুক্ত রাখতে কি করবেন ?

গবেষকরা বলছেন, উপসর্গহীন রোগীদের তো হাঁচি-কাশির লক্ষণ দেখা যায় না, তাহলে তাদের থেকে সংক্রমণ ছড়াচ্ছে কীভাবে ? তার কারণই হলো এই অ্যারোসল। রোগীর হাঁচি-কাশিতে যতটা সংক্রমণ ছড়াচ্ছে তার চেয়েও বেশি ছড়াতে পারে কথা বলা, চিৎকার করা, গান গাওয়া ইত্যাদি থেকে।

Highlights

1. কথা বলার সময় ছড়াতে পারে করোনা ! 

2. উপসর্গহীন রোগীদের তো হাঁচি-কাশির লক্ষণ দেখা যায় না

#COVID #MASK

করোনা সংক্রান্ত আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন