Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- জীবনে সফলতা আসুক এটা কে না চায়। তাই জীবনের সব বাধা দূর করে সফলতা আনতে হলুদের এই টোটকা ব্যবহার করতে পারেন। আমরা সকলেই হলুদের উপকার সমন্ধে জানি। হলুদের মধ্যে রয়েছে নানা গুন। হলুদ যে শুধু আমাদের শরীরের জন্য ভালো তা নয়। জ্যোতিষ মতে , হলুদের আরো নানা গুন রয়েছে। এছাড়া ও হলুদ বিভিন্ন শুভ কাজে ব্যবহার হয়ে থাকে। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রান্না ঘর সকল স্থানেই হলুদের ব্যবহার হয়ে থাকে।
জ্যোতিষ মতে , হলুদ বৃহস্পতির সাথে সম্পর্ক যুক্ত। যদি বৃহস্পতি সবল থাকে তবে বিবাহ , সন্তান , অর্থ ও জীবনের সব সুখ সমৃদ্ধি বজায় থাকে। বৃহস্পতি গ্রহকে সঙ্গে রাখতে ও নানান সমস্যায় সমাধানে হলুদের ব্যবহার জেনে নিন।
আরো পড়ুন :- সর্বদা মা লক্ষীর কৃপা থাকে এই চার রাশির উপর
১. যে কোনো শুভ কাজ করতে বেরোবার আগে হলুদের তিলক লাগালে কাজ সফল হয়।
২. নিজের জীবনে উন্নতি ও মানষিক শান্তি লাভ করতে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করলে ভালো ফল পাওয়া যায়।
৩. যদি বাড়িতে ভালো কিছু হবার আগেই বাধা আসে তবে , এক বালটি জলে হলুদ মিশিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন।
৪. রাশি চক্রে বৃহস্পতি গ্রহকে সবল করতে বৃহস্পতিবার পুজো করার পর কপালে হলুদের তিলক লাগান।
৫. দীর্ঘ দিন অপেক্ষা করেও বিয়ে হচ্ছে না ? প্রতি বৃহস্পতিবার গণেশের পায়ে কাঁচা হলুদ বা গুঁড়ো শুকনো হলুদ অর্পণ করুন।
৬. বিয়ের পর বাঁধা আসলে হলুদের তিলক লাগাতে শুরু করুন।
আরো পড়ুন :- জানুন মানুষ কখন আইনি জটিলতায় জড়িয়ে পড়েন , কি বলছে জ্যোতিষ শাস্ত্র
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)