দাম মাত্র ₹২৮,০০০ টাকা ! লাইসেন্স ছাড়াই কিনুন ইলেক্ট্রিক স্কুটার, অসাধারণ ফিচারস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : ইলেক্ট্রিক জগতে একের এক আলোড়ন। আমাদের দেশের মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে এবার অ্যাভন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার Avon E Lite। এই স্কুটারের একদিকে যেমন দাম অত্যন্ত কম, অন্যদিকে মিলছে আধুনিক বৈশিষ্ট্য এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও নানা ফিচারস সমূহ। সবচেয়ে বড় কথা, এই স্কুটার চালাতে লাগবে না কোনো ড্রাইভিং লাইসেন্সও। তাহলে আসুন দেরি না করে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

আরও পড়ুন : সপ্তাহে ৪ দিনের কাজ ও ৩ দিনের ছুটি ! নতুন বিলের সম্ভাবনা

Avon E Lite: ডিজাইন এবং রঙের বৈচিত্র্য

এই ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন একদমই আধুনিক এবং আকর্ষণীয় ভাবে করা হয়েছে। বর্তমানে গোলাপী ও নীল রঙের দুটি বিকল্পে পাওয়া যাচ্ছে স্কুটারটি। দৈনিক যাতায়াত হোক কিংবা ডেলিভারি সার্ভিস অথবা স্কুল কলেজ বা অফিস, সব কাজেই স্কুটারটির ব্যবহার উপযোগী। এর হালকা ওজন এবং চটপটে নকশার জন্য এটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

Avon E Lite: পাওয়ার ট্রেন ও রেঞ্জ

এই Avon E Lite ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২৩২ ওয়াটের BLDC মোটর। মোটরটির তিনটি রাইড মোড রয়েছে: ম্যানুয়াল, অ্যাসিস্টেড এবং ইলেকট্রিক মোড। এটি ফুল চার্জ হতে সময় লাগে ৪ থেকে ৮ ঘণ্টা। একবার ফুল চার্জ হলে স্কুটারটি ৫০-৬০ কিলোমিটার অনায়াসে মাইলেজ দিতে সক্ষম। যা শহরের দৈনন্দিন চলাচলের জন্য যথেষ্ট ভালো ।

Avon E Lite: লাইসেন্স ছাড়াই চলবে!

ভারতের নিয়ম অনুযায়ী যেসব যানবাহনের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টায় সীমিত এবং মোটরের ক্ষমতা ২৫০ ওয়াটের নিচে, সেগুলো চালাতে লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। আর Avon E Lite এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এর ফলে, নতুন চালক বা ছাত্রছাত্রীরাও সহজেই এটি চালাতে পারবেন।

আরো পড়ুন : লক্ষ্মীর ভান্ডারকে দশ গোল! এই প্রকল্পে মাসে 3000 টাকা পাবেন মহিলারা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন