Bangla News Dunia, Pallab : বর্তমানে আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ব্যাংক, স্কুল-কলেজ, সরকারি পরিষেবা, রেশন কার্ড, গ্যাস সংযোগ কিংবা কোনো প্রকার সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে আধার কার্ড অত্যাবশ্যকীয় ডকুমেন্টস। কিন্তু অনেক সময় দেখা যায়, নানা কারণে আধার কার্ডে ভুল থেকে যায় বা তথ্য আপডেট করার প্রয়োজন হয়ে থাকে।
আরও পড়ুন : প্রতি ঘন্টায় আয় হবে 1000 টাকা। বাড়ি বসে রোজগার করার সেরা চারটি পদ্ধতি
এই ভূল তথ্য আপডেট প্রক্রিয়া সাধারণত অনেকে ফি দিয়ে করিয়ে থাকেন অনেকে। তবে এবার কেন্দ্রীয় সরকারের অধীন UIDAI (Unique Identification Authority of India) নাগরিকদের জন্য দিল বিরাট স্বস্তির খবর খবর। UIDAI জানিয়ে দিয়েছে, ডেমোগ্রাফিক তথ্য অনলাইনে একেবারে বিনামূল্যে আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়ানো হল।
কী কী তথ্য আপডেট করা যাবে ফ্রিতে?
এদিন UIDAI স্পষ্ট করে জানিয়েছে, বর্তমানে শুধুমাত্র ডেমোগ্রাফিক তথ্য আপডেট ফ্রিতে করা যাবে। এর মধ্যে রয়েছে:
- নাম
- ঠিকানা
- জন্ম তারিখ
- লিঙ্গ
নোট : এই চারটি তথ্য যদি আধার কার্ডে ভুল থেকে থাকে, তবে তা বিনামূল্যে সংশোধন করার সুযোগ পাবেন ভারতের নাগরিকরা। এর বাইরে অন্য কোনো তথ্য আপডেট করার ক্ষেত্রে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে তা পে করতে হবে।
কখন পর্যন্ত ফ্রিতে করা যাবে আপডেট?
এদিন UIDAI জানিয়েছে, এই বিশেষ অফারটি ১৪ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রযোজ্য থাকবে। আগে সময়সীমা ছিল ১৪ জুন ২০২৫ পর্যন্ত, কিন্তু এবার তা এক বছর বাড়িয়ে ২০২৬ পর্যন্ত বাড়ানো হল। এরফলে এখনও যাদের আধার কার্ডে ভুল রয়েছে বা ঠিকানা পরিবর্তন করতে চান, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে চলেছে।