Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- একুশের মহারণে জিতছে কে ? বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্ত আভাষ অনুযায়ী বাংলা নিউজ দুনিয়ার করা বিশেষ সমীক্ষা রাখতে চলেছি আপনাদের সামনে। শুরুতেই বলে রাখি এই সমীক্ষা সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে করা হয়েছে। রাজ্যের সম্পূর্ণ রাজনৈতিক সচেতন সাধারণ জনগণের থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। ৭ম দফা সম্পন্ন আর এক দফা বাকি তার আগে এই সমীক্ষাটি আপনাদের সামনে রাখছি।
এই বারের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা। অনেকদিন পর মজবুত ত্রিমুখী লড়াই হয়েছে। করোনা থেকে আম্ফান একাধিক ইস্যুতে জমে গিয়েছিল শাসক ও বিরোধী চাপানউতোর। তা ছাড়া মেরুকরণ অংকে কে এগিয়ে গেছে ? সেটাও দেখার। একদিকে তৃণমূল অন্যদিকে বিরোধী বিজেপি আর বাম , কং ও আইএসএফ জোট। এই লড়াই জমিয়ে দিয়েছে এবারের ভোট প্রতিযোগিতা। শেষ হাসি কে হাসবে সেটা বোঝা যাবে আগামী ২রা মে। তার আগে আপনাদের সামনে ফলাফলের সামান্য আভাস দিতে চলেছি।
দেখুন এক নজরে ——
গত ২০১৯-র লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল পেয়েছিল – ২২টি আসন আর বিধানসভা ভিত্তিক ১৬০টি আসন।বিজেপি পেয়েছিল – ১৮টি আসন আর বিধানসভা ভিত্তিক ১২১টি আসন। কংগ্রেস ২ টি আর বিধানসভা ভিত্তিক ১৩টি আসন ও বাম ০।
নানা সূত্র ও সমীক্ষকদের থেকে প্রাপ্ত তথ্য বলছে বিজেপি পেতে পারে ১৬০ – ১৭৫ টি আসন। তৃণমূল পেতে পারে ৮৫ – ৯০ টি আসন। সংযুক্ত মোর্চা পেতে পারে ৩২ -৪০ টি আসন। অন্যান্য ২ – ৪টি আসন।
ভোট শতাংশ হিসাবে বিজেপি পেতে পারে ৪২ শতাংশ , তৃণমূল ৩৮ শতাংশ ও সংযুক্ত মোর্চা ১৭ শতাংশ ও অন্যান্য ৩ শতাংশ।
আরো পড়ুন :– গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠালো সিবিআই !
অর্থাৎ জনমত বলছে রাজ্যে পালাবদল হতে যাচ্ছে আর এতে পাল্লা ভারী বিজেপি শিবিরের।
Highlights
1. একুশের মহারণে জিতছে কে ?
2. পাল্লা ভারী বিজেপি শিবিরের
#BJP #TMC #CPIM #CONGRESS #ISF
বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশ করোনা মহামারীর সমস্যায় ভুগছে। তাই সকলের কাছে অনুরোধ সবাই সচেতন থাকুন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বিধি মেনে চলুন।