জানুন কোন জিনিস গুলো হাত থেকে পড়া খারাপ , বুঝবেন খারাপ সময় আসছে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যা কোনো না কোনো বার্তার ইঙ্গিত দেয়। কিন্তু আমরা তা না জানার ফলে ঠিক বুঝে উঠতে পারি না যে সেটা কিসের ইঙ্গিত । সেই ইঙ্গিতগুলো কখনও শুভ বার্তা বহন করে আনে আবার কখনও অশুভ বার্তা বহন করে আনে । যেমন এমন কয়েকটি জিনিস রয়েছে যা হাত থেকে পড়ে যাওয়া জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত খারাপ বলে মানা হয়।

তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে, কোনও জিনিস যদি এক বার পড়ে যায় তাতে খুব একটা সমস্যা হয় না কারণ জিনিস তো হাত থেকে পড়তেই পারে। কিন্তু যদি বার বার পড়তে থাকে তা হলে সেটা অশুভ লক্ষণ বলে জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয়। চলুন দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী কী—

আরো পড়ুন :- শুভ কাজে বেরোবার আগে দইয়ের ফোটা লাগানো হয় কেন ? শাস্ত্র মতে এর উপকারিতা জানুন

১. দুধ বা দুগ্ধ জাতীয় জিনিস :- দুধ বা দুগ্ধ জাতীয় কোনও জিনিস যদি হাত থেকে পড়ে যায় তবে পারিবারিক সমস্যা বা অশান্তির সঙ্কেত বয়ে আনে।

২. গোলমরিচ :- বাস্তুশাস্ত্রে মনে করা হয় গোলমরিচ সুস্বাস্থ্যের প্রতীক। গোলমরিচ যদি হাত থেকে পড়ে যায় তবে খুব শীঘ্র বাড়ির কোনও সদস্য অসুস্থ হতে পারেন।

niladri misra

৩. খাদ্যশস্য :- দানাশস্য বা খাবার হাত থেকে পড়ে যাওয়া খুব একটা ভাল লক্ষণ বলে মনে করা হয় না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে আর্থিক অবনতি আসতে পারে।

৪. নুন :- হাত থেকে বার বার নুনের পাত্র পড়ে যাওয়া মোটেই শুভ লক্ষণ নয়। এ রকম ঘটলে খুব সতর্ক থাকতে হবে।

৫. ঠাকুরের জিনিসপত্র :- ঠাকুরের কোনও জিনিসপত্র পড়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয়।

আরো পড়ুন :- শনি দেবের আশীর্বাদে এই ৩ রাশির জাতকরা সুখ ও সৌভাগ্য লাভ করেন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন