Bangla News Dunia, Pallab : ইরানকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। মঙ্গলবার এক বিস্ময়কর পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন,
আরও পড়ুন : ফের ধূসর তালিকায় ঠাঁই হবে পাকিস্তানের! পহেলগাঁও নিয়ে কড়া বিবৃতি দিল এফএটিএফ
“সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।”
এই পোস্টটি তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করেন। যদিও কেন এমন হুঁশিয়ারি দিলেন, তা স্পষ্ট করে জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প। ওই পোস্টে ট্রাম্প বলেন,
ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি—ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি!’
ইতিমধ্যে , ইসরায়েল ও ইরানের মধ্যে গত কয়েকদিন ধরে চলা হামলা-পাল্টা হামলা ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে, আর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পাল্টা আঘাত হানছে ইসরাইলে।
