Bangla News Dunia, Pallab : ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) এতই গুরুত্বপূর্ণ যে, শিক্ষা, ব্যাংক, সরকারি সহায়তা, সিম ঝোড়া সব কিছুতে আধার লাগে। কিন্তু যদি আপনার আধার ১০ বছর পুরনো হয় এবং তা আপডেট না করেন, তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। UIDAI সম্প্রতি সতর্ক করেছে আজই আপডেট না করলে কঠোর পরিণতি হতে পারে। নিচে বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হলো।
আরও পড়ুন : ফের ধূসর তালিকায় ঠাঁই হবে পাকিস্তানের! পহেলগাঁও নিয়ে কড়া বিবৃতি দিল এফএটিএফ
Aadhaar Card Rules Update
১০ বছর পর আধারের ডেমোগ্রাফিক যেমন – নাম, জন্ম তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর আপডেট করার জন্য উৎসাহ দেওয়া হয়। যদিও এটি বাধ্যতামূলক নয়, তবু যদি পুরনো তথ্য থেকে যায় – আপনি ব্যাংকে ভোটার কার্ড বা প্যান কার্ড ঠিকমতো মেলাতে পারবেন না, সরকারি ভর্তুকি অথবা স্কলারশিপ সুবিধা পেতে সমস্যা হতে পারে, রেশন, সিম রেজিস্ট্রেশন, ঘর-বাড়ি সংক্রান্ত কাজেও বিলম্ব হতে পারে, সময় মতো আপডেট না করলে ছোটখাটো সমস্যার মাত্রা বড় রূপ নিতে পারে।
Free Aadhaar Card Update
UIDAI ঘোষণা করেছে—১৪ জুন ২০২৬ পর্যন্ত বিনা ফি তে ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে পারবেন। আগের ডেডলাইনের সময়সীমা বাড়ানো হয়েছে, তাই এখনও সময় রয়েছে। ডেমোগ্রাফিক তথ্য আপডেট বিনা টাকায় নিজের মোবাইল থেকে করলে হবে নইলে বাইরে থেকে করানো হলে ৫০ টাকা করে খরচ হবে নিজে করলেও বা বাইরে থেকে করালেও। তাই সময় থাকতেই আপডেট করে নেওয়া ভালো।