ঘরে ঢোকা সাপ বিষধর কিনা বুঝবেন কীভাবে ? এই বিষয়গুলি মাথায় রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাপ মানেই আতঙ্ক। সাপকে কে না ভয় পায় বলুন!

 সাপে বিষ থাকে। তাই সাপে সকলেই ভয় পান। অনেক সাপের আবার বিষ নেই।

সাপ বিষধর না কি নির্বিষ, তা এই চিহ্ন থেকেই বুঝে যান…

চোখ

 বিশেষজ্ঞদের মতে, সাপের চোখের মণি যদি ডিম্বাকৃতি হয়, তা বিষধর। নির্বিষ সাপের চোখ গোলাকার হয়।

মাথা

 নির্বিষ সাপের মাথা সাধারণত গোলাকার হয়। বিষধর সাপের মাথা প্রায়ই ত্রিভুজাকার হয়।

গর্ত

বিষধর সাপের মাথায় গর্ত থাকে।

শব্দ

সর্প বিশেষজ্ঞদের মতে, বিষধর সাপ কাছে আসতে দেখলে হিসহিস শব্দ করে।

পাতলা

বিষধর সাপের চোখ পাতলা, কালো হয়। 

লেজ

বিষাক্ত সাপেরা লেজ দ্রুত নড়াচড়া করে।

আরও পড়ুন:- ১৪১ বছরের পুরোনো আইনে বদল আনছে মোদী সরকার, কি সেই আইন ?

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন