বঙ্গ বিধান : কড়া টক্কর উঠে আসছে একাধিক সমীক্ষায় ! কার ভাগ্যের শিকে ছিঁড়ছে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কড়া টক্কর উঠে আসছে একাধিক সমীক্ষায় ! এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুই পক্ষই সরকার গড়ার দাবি করে এসেছে। এছাড়াও পিছিয়ে নেই বাম , কংগ্রেস সংযুক্ত মোর্চা। তাঁরাও এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাচ্ছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা জানা যাবে আগামী ২ মে।

আগামী ২ মে ভোট গণনার আগে দেশের বিভিন্ন সমীক্ষক সংস্থা এবং মিডিয়া চ্যানেল গুলি বুথ ফেরত সমীক্ষা নিয়ে আসছে সামনে। কয়েকটি সমীক্ষায় যেমন তৃণমূল এগিয়ে রয়েছে, তেমনই কয়েকটিতে এগিয়ে রয়েছে বিজেপি-ও। কিন্তু অনেক পিছিয়ে মোর্চা। রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। দেখে নেওয়া যাক সেই এক্সিট পোলে কি বলছে —–

১. রিপাবলিক বাংলার সমীক্ষা অনুযায়ী, তৃণমূল- ১২৮ থেকে ১৩৮। বিজেপি- ১৩৮-১৪৮। সংযুক্ত মোর্চা- ১১-২১। অন্যান্য ০ ।

২.  অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬ আসন, বিজেপি পেতে পারে ১৩৪ থেকে ১৬০ আসন, জোট পেতে পারে ৩ আসন।

৩. জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন।

৪. C-VOTER এক্সিট পোল অনুযায়ী, তৃণমূল- ১৫২ থেকে ১৬৪। বিজেপি- ১০৯-১২১। সংযুক্ত মোর্চা- ১৪-২৫।

৫. এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ১৫৭ থেকে ১৮৫ আসন পেতে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।

৬. টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, জোট পেতে পারে ১৯টি আসন।

আরো পড়ুন :- একুশের মহারণে জিতছে কে ? কি বলছে বিশেষ সমীক্ষা

৭. পিপল পালস ও ইন্ডিয়া টিভির সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে ১৭৩-১৯২ , তৃণমূল পাবে ৬৪-৮৮ ও সংযুক্ত মোর্চা পাবে ৭-১২ টি আসন।

৮. জি নিউজ-র মহা এক্সিটপোল বলছে বিজেপি পাবে ১৪৪ , তৃণমূল পাবে ১৩২ ও জোট ১৫+ ও অন্যান্য ১ টি আসন।

#Exit_Polls #Election-2021

বাংলা নিউজ দুনিয়ার বিশেষ সমীক্ষা দেখতে ফলো করুন আমাদের চ্যানেল। আজ রাতে নিয়ে আসছি সেই এক্সিট পোল।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন