Bangla News Dunia, অজয় দাস :- পাকিস্তানের অবস্থা সমন্ধে সকলেই অবগত , সেখানকার মানুষ আধপেটা খেয়ে জীবন যাপন করতে বাধ্য। এমন অবস্থায় সেখানে দেখা দিয়েছে রুটির অভাব। পাকিস্তানী মানুষদের গমের তৈরি রুটিই প্রধান খাদ্য। আর তাঁতের অভাব দেখা দিয়েছে। এর আগেও বিভিন্ন সময় পাকিস্তানে খাবার জিনিসের অভাব দেখা দিয়েছে। কিন্তু এবার অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে।
আরো পড়ুন :- দেশকে বিরাট বড় খুশির খবর দিলো DRDO
পাকিস্তান সরকারের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে বর্তমানে যা গম আছে তা দিয়ে পাকিস্তানের মানুষ আর ২ থেকে ৩ সপ্তাহ খেতে পারবেন। অথাৎ এরই মধ্যে যদি পাকিস্তান অন্য দেশের থেকে গম আমদানি না করে তবে সেখানে খাদ্য সংকট দেখা দিতে পারে।
পাকিস্তানের অর্থমন্ত্রী সৌকত তারিন জানান যে পাকিস্তানের কাছে বর্তমানে ৬ লাখ ৪৭ হাজার ৬৮৭ মেট্রিকটন গম বেঁচে রয়েছে। যা বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা অনুযায়ী মাত্র ২ থেকে ৩ সপ্তাহ চলতে পারে। সৌকত তারিন আরো জানান যে পাকিস্তান সরকার জরুরি ভিত্তিতে বিদেশ থেকে গম ও চিনি রপ্তানি করতে চলেছে। যাতে করে দেশের মধ্যে খাদ্য সংকট না দেখা দেয়।
মূলত পাকিস্তানে এই রকম ঘটনা একটা সাধারণ ব্যাপার। কারণ সেখানকার ৩০ শতাংশ মানুষ দৈনিক আধপেটা খেয়ে জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। কারণ সেখানকার সরকার। সরকার রাজনৈতিক ফায়দার জন্য দেশের নাগরীকদের উপর এই বিরাট ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। এছাড়া ভারতের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তান তার মোট বাজেটের বেশিরভাগটাই সেনাতে খরচ করে থাকে। ফলে দেশের নাগরিকরা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।
আরো পড়ুন :- Breking : ভারতের প্রপোগান্ডা গ্যাঙের গালে জোরে থাপ্পড় দিলো হোয়াইট হাউজের স্বাস্থ্যে উপদেষ্টা
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে পান করুন এই ঘরোয়া পানীয়