Bangla News Dunia, দীনেশ দেব :- ভারতের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছুঁই ছুঁই আর মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছুঁই ছুঁই। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এমন কি বিশ্বের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তম দেশ ও ভারতের এই পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এমনকি সাহায্য করছে।
আরো পড়ুন :- এবার খোলা বাজারে আসতে চলেছে করোনার ট্যাবলেট
কিন্তু ভারতের প্রতিবেশী দেশ চীন ভারতের সাহায্য না করেই ভারতকে সাহায্য করার মিথ্যে প্রচার চালাচ্ছে। এর আগেও আমরা আপনাদের জানিয়েছিলাম যে চীন কি ভাবে নিজের বদনামী লোকানোর জন্য বিশ্বে ভারতের বিরুদ্ধে প্রপোগান্ডা চালাচ্ছে। ভারতের খারাপ অবস্থা থাকা সত্বেও চীন ভারতকে সাহায্য করার মিথ্যে প্রচার চালাচ্ছে।
মূলত ভারতে অবস্থিত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত সান উইডং তার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে বিশ্বের কাছে এমন বার্তা পৌঁছতে চান যে চীন ভারতকে বিরাট বড় সাহায্য করেছে। তিনি তার টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখেন যে চীন ভারতকে ৫০০০ ভেন্টিলেটর , ২১৫৬৯ অক্সিজেন জেনারেটর , ২১.৪৮ মিলিয়ন মাস্ক , ৩৮০০ টন বিভিন্ন প্রকারের ঔষধ ভারতকে দিয়েছে।
Since this April, #China has supplied more than 5000 ventilators, 21569 oxygen generators, over 21.48 million masks & around 3800 tons of medicines to #India, according to statistics of the General Administration of Customs of China.
— Xu Feihong (@China_Amb_India) April 29, 2021
কিন্তু চীনের এই রাষ্ট্রদূত এখানে লেখেননি যে ভারত এই গুলো কিনেছে চীনের থেকে। অথাৎ কোনো মানুষ যদি চীনের রাষ্ট্রদূতের এই টুইট দেখেন তবে তিনি বলবেন যে চীন ভারতকে অনেক সাহায্য করেছে। কিন্তু ভারত নিজের টাকা দিয়ে চীনের থেকে এই সকল জিনিস কিনেছে। চীন ভারতকে সাহায্য করেনি।
আরো পড়ুন :- Breking : ভারতের প্রপোগান্ডা গ্যাঙের গালে জোরে থাপ্পড় দিলো হোয়াইট হাউজের স্বাস্থ্যে উপদেষ্টা
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে পান করুন এই ঘরোয়া পানীয়