মুরগির এই ৪ গুণ রপ্ত করলেই জীবনে পাবেন বিরাট সাফল্য: চাণক্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমাদের চারপাশে মুরগি প্রায়ই দেখা যায়। মুরগির ডাকেই ভোর হয়েছে বলে জানা যায়। আবার মুরগির মাংস অনেকেরই বড় প্রিয়। এতে প্রচুর পুষ্টিও রয়েছে।

এই মুরগির অনেক চারিত্রিক গুণও রয়েছে। যা আমরা যদি রপ্ত করতে পারি, তা হলে বদলে যাবে জীবন। 

মুরগির এমনই কিছু গুণের কথা বলেছেন পণ্ডিত চাণক্য। জেনে নিন…

চাণক্যের মতে, মুরগি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাই আমরা যদি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তা হলে শরীর ভাল থাকবে।

মুরগিরা সবসময় একসঙ্গে মিলেমিশে থাকে। চাণক্যের মতে, এই গুণ রপ্ত করা উচিত। একসঙ্গে মিলেমিশে থাকলে একতা থাকবে।

মুরগিরা নিজের লড়াই নিজেরা লড়ে। তাই আমরাও যদি নিজের লড়াই নিজে লড়ি সাফল্য আসবে।

মুরগিরা কখনও কারও উপর নির্ভর করে না। চাণক্যের মতে কারও উপর নির্ভর করে চলা ঠিক নয়।

আরও পড়ুন:- কি কান্ড! হোটেল রুমের ‘ঘনিষ্ঠ’ মুহূর্ত মোবাইলবন্দি করতে মানুষের হুড়োহুড়ি ফ্লাইওভারে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন