Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিম এশিয়ায় ইরান ও ইজ়রায়েলের মধ্যে সংঘাতের পরিস্থিতির অবনতি হতেই ধসে গিয়েছে ভারতের স্টক মার্কেট। সোমবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে। এই পরিস্থিতিতেও ডিফেন্স সেক্টরের একটি স্টকের বৃদ্ধি হয়েছে। ইন্ট্রাডে ট্রেডিংয়ে প্রায় দেড় শতাংশ বেড়েছিল ওই স্টকের দাম।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL (হ্যাল)-এর শেয়ার দর সোমবার সকাল থেকেই বেড়েছে। প্রায় দেড় শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছিল ৫ হাজার ৬০ টাকা। যদিও বাজার বন্ধের সময় সেই পর্যায় থেকে কিছুটা কমে হ্যালের প্রতি শেয়ারের দাম হয়েছে ৫ হাজার ৩১ টাকা।
এই বৃদ্ধির প্রধান কারণ হলো নতুন কাজের বরাত পাওয়া। গত শুক্রবার বাজার বন্ধের পর স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড জানিয়েছিল স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (SSLV) তৈরি এবং এর ডিজ়াইনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পাওয়ার কথা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন বা ইসরোর থেকে এই কাজের বরাত পেয়েছে হ্যাল। স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে হ্যাল জানিয়েছিল স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল তৈরির পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ, লঞ্চ অপারেশন, কোয়ালিটি কন্ট্রোলের কাজও করবে হ্যাল। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই খবরের জন্যই বাজারের পতন সত্ত্বেও হ্যালের শেয়ার দর বেড়েছে।
( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- বয়স বাড়লেও একদম সুস্থ এবং ফিট থাকবেন, শুধু মেনে চলুন এই ৫ টিপস