টেলিকম সেক্টরের স্টকের দাম লাফিয়ে বেড়েছে, কী পরামর্শ ব্রোকারেজ সংস্থার?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের অধিকাংশ টেলিকম স্টকের বৃদ্ধি হয়েছে বুধবার। এমটিএনএল, ভোডাফোন আইডিয়া, ভারতীয় এয়ারটেলের মতো প্রথম সারির টেলিকম স্টক স্টকের বৃদ্ধি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন লগ্নিকারীরা।

কোন স্টকের দাম কত বাড়ল?

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এমটিএনএল-এর শেয়ারের দাম বুধবার বেড়েছিল প্রায় ১৯ শতাংশ। এই বিপুল বৃদ্ধির জেরে এই স্টকের দাম হয়েছিল ৫৭.৭৯ টাকা।

ভোডাফোন-আইডিয়ার শেয়ারের দাম সাড়ে ৪ শতাংশের বেশি বেড়ে হয়েছিল ৭.১৮ টাকা।

ভারতী এয়ারটেলের শেয়ারের দাম প্রায় দেড় শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৯৬২ টাকা।

টিটিএমএল (টাটা টেলিসার্ভিসেস মহারাষ্ট্র লিমিটেড)-এর শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে হয়েছে ৬৬.৮০ টাকা।

টেলিকম সেক্টরের যন্ত্রাংশ তৈরির সঙ্গে যুক্ত এইচএফসিলএল-এর শেয়ারের দাম ৩ শতাংশের বেশি বেড়ে হয়েছিল ৮৬.৬৪ টাকা।

ভারতী হেক্সাকমের শেয়ারের দর প্রায় ২ শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৮৯০ টাকা।

টেলিকম সেক্টরের যন্ত্রাংশ তৈরির সঙ্গে যুক্ত ইন্দাস টেলিকমের শেয়ারের দামও দেড় শতাংশের বেশি বেড়ে হয়েছিল ৪১৫ টাকা।

আরও পড়ুন:- বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, মোদীর সঙ্গে আলোচনা চান।

কেন এই বৃদ্ধি?

ইরান-ইজ়রায়েল সংঘাতের পরিস্থিতি কিছুটা স্তিমিত হতেই দেশের স্টক মার্কেট বৃদ্ধির পথে রয়েছে। ২০২৫ অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টারে অর্থাৎ এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেশের টেলিকম সেক্টরের সংস্থাগুলির ফিনান্সিয়াল রিপোর্টে ব্যবসায়িক বৃদ্ধি প্রতিফলিত হয়েছে। কোভিড পরবর্তী সময়ে এই দেশের বিভিন্ন টেলিকম সংস্থার এআরপিইউ (অ্যাভারেজ রেভিনিউ পার ইউজ়ার) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশের টেলিকম ইউজ়ারদের ডেটা ব্যবহার বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে বিভিন্ন টেলিকম সংস্থার রিপোর্টে। এই সমস্ত কারণেই এই সেক্টরের স্টকের দাম বুধবার বেড়েছে বলে মত বাজার বিশ্লেষকদের।

এই পরিস্থিতিতে জেএম ফিনান্সিয়াল নামের এক ব্রোকারেজ সংস্থা টেলিকম সেক্টরের বিভিন্ন স্টক কেনা বা বিক্রি বা ধরে রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছে। ভারতী এয়ারটেল এবং ভারতীয় হেক্সাকমের স্টক কিনতে পরামর্শ দিয়েছে। জিও এবং টাটা কমিউনিকেশনসের স্টকও কেনার কথা জানিয়েছে এই ব্রোকারেজ সংস্থা। ভোডাফোন-আইডিয়া এবং ইন্দাস টাওয়ারের স্টক কেনা থাকলে তা ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে লগ্নিকারীদের।

( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- সুস্থ থাকতে কোন বয়সে কী কী টেস্ট করানো জরুরি?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন