বেজিংকে উচিৎ শিক্ষা দিয়েছে ভারত , দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বেজিংকে উচিৎ শিক্ষা দিয়েছে ভারত । গত বছর মহামারীর মধ্যে বিদেশ নীতিতে কামাল দেখিয়েছিল মোদীর ভারত। আমেরিকার শীর্ষ গোয়েন্দা এজেন্সি জানিয়েছেন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২০ সালে আক্রমনাত্বক বিদেশ নীতি আপন করে, যা দেশের শক্তি প্রদর্শন তথা সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর অঞ্চলে সুরক্ষা দাতা হিসেবে ধারণার উপর ভিত্তি ছিল। ডিফেন্সত ইন্টেলিজেন্স এজেন্সি নে আমেরিকার সাংসদদের জানায় যে, দিল্লীর আক্রমনাত্বক চিনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত এজেন্সির স্কট ব্যারিয়ার বৈশ্বিক সমস্যা নিয়ে আমেরিকার কংগ্রেসে নিজের মন্তব্য পেশের সময় সিনেটের সশস্ত্র সেবা সমিতিকে বলেন, গোটা ২০২০ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এক বিশেষ বিদেশ নীতি আপন করেন, যা দেশের পুরো শক্তিকে প্রদর্শিত করেছিল। করোনার প্রথম দিকে ভারত গোটা এশিয়া, আফ্রিকা আর পশ্চিম এশিয়ার দেশে চিকিৎসার সরঞ্জাম দেওয়া আর ভাইরাসের প্রকোপে আসা এলাকা গুলি থেকে মানুষদের উদ্ধার করার দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

আরো পড়ুন :- ভারতে লক ডাউন ঘোষণার পরামর্শ আমেরিকার ! তবে এর আগে কি ?

দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরার পর নয়া দিল্লী বেজিংয়ের বিরুদ্ধে নিজের কঠোর মনোভাব নেয়। গত বছর জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত আর চিনের মধ্যে হওয়া সংঘর্ষের পর নয়া দিল্লী ৪০ হাজার অতিরিক্ত জওয়ান, কামান, ট্যাঙ্ক আর বিমান মোতায়েন করে বিতর্কিত অঞ্চলে নিজেদের অধিকার কায়েম করে। ব্যারিয়ার আরও বলেন, ভারত চীনের বিরুদ্ধে আর্থিক পদক্ষেপও নেয় আর চীনের মোবাইল অ্যাপ দেশে নিষিদ্ধ করে দেয়।

#INDIA #CHINA

সবাই সচেতন হন , মাস্ক পড়ুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন