Bangla News Dunia, অজয় দাস:- ভারতের সাথে সম্পর্ক উন্নত করতে ও চীনকে কাউন্টার করতে ভারতের হাতে ৬ নজরদারি যুদ্ধ বিমান তুলে দিতে চায় আমেরিকা। ভারত এই বিমান কেনার জন্য আমেরিকার কাছে বলেছিলো। সেই অনুযায়ী এই দিন আমেরিকার সরকার মার্কিন কংগ্রেসকে অবগত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
এই বিজ্ঞপ্তি তে মার্কিন প্রতিরোখ ও নিরাপত্তা কর্পোরেশন এজেন্সী জানিয়েছে , তারা ভারতের হাতে ৬ টি পি – ৮ এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট তুলে দিতে চায়। সেই মর্মেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরো পড়ুন :- ভারতে লক ডাউন ঘোষণার পরামর্শ আমেরিকার ! তবে এর আগে কি ?
আমেরিকার প্রশাসন জানায় যে তারা ভারতের নিরাপত্তা বৃদ্ধির জন্য এই এয়ারক্রাফ্ট ভারতকে দিতে চলেছে। যাতে করে হিমালয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় থাকে। এর আগে ভারত ২০১৩ সালে আমেরিকার থেকে পি – ৮ এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট পেয়েছিলো। যা ভারত নিজের সামুদ্রিক অঞ্চলে নজরদারি রাখার জন্য ব্যবহার করছে।
মার্কিন প্রশাসন এর তরফ থেকে জানানো হয় যে , এই ৬ টি পি – ৮ এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট দিয়ে ভারত আগামী ৩০ বছর নজরদারি চালাতে পারবে। পাশাপাশি চাইলে এই বিমান যুদ্ধের কাজেও ব্যবহার করতে পারবে। এই ৬ টি পি – ৮ এল প্যাট্রোল এয়ারক্রাফ্ট এর আনুমানিক দাম হতে পারে ২৪২ কোটি মার্কিন ডলার।
আরো পড়ুন :- রুটির অভাব পাকিস্তানে !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- Breking : ভারতের প্রপোগান্ডা গ্যাঙের গালে জোরে থাপ্পড় দিলো হোয়াইট হাউজের স্বাস্থ্যে উপদেষ্টা