Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- দারিদ্র মানুষের জীবনে এমন একটা অবস্থা যা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। এর প্রভাবে মানুষকে যেমন আর্থিক রূপে দুর্বল করে দেয় তেমনই মানুষ কখনো কখনো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। এই দারিদ্রতা দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে , যেগুলি সঠিক নিয়মে পালনের মাধ্যমে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। চলুন নিয়ম গুলি দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ , এই রাশির গুলির জীবনে আসতে চলেছে সুখের সময়
১. যদি বাড়িতে কখনও প্রয়োজন ছাড়া গাছ কাটা হয়, তা হলে সেই কাটা গাছ সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দিতে হবে। বাড়িতে কাটা গাছ বা শুকনো গাছ থাকলে দারিদ্র ডেকে আনা হয়।
২. প্রতিনিয়ত আমরা যে ঠাকুর পুজো করি তাঁর কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই মেনে চলতে হয়। যেমন নিত্য দিনের পুজোর ফুল অবশ্যই ফেলে দিতে হবে, শুকনো ফুল ঠাকুরের আসনে রাখা যাবে না ইত্যাদি। এগুলি আমাদের জীবনে চরম দারিদ্র ডেকে আনে।
৩. বাড়িতে কোথাও কোনও ভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না। এর ফলে বাড়িতে দারিদ্র দ্রুত প্রবেশ করে। এ রকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে।
৪. বাড়িতে থাকা জলের পাত্র কখনও খালি রাখতে নেই। সব সময় জলপূর্ণ রাখতে হয়। খালি জলের পাত্র দারিদ্রতার আরেকটি বিশেষ লক্ষণ।
৫. প্রতি দিন ঘর পরিষ্কারের সময় ঘর মোছার জলে সামান্য নুন দিয়ে তবে ঘর মুছলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যায় এবং বাড়ির পরিবেশ পজিটিভ এনার্জিতে ভরে থাকে। তাই ঘর মোছার সময় জলে একটু নুন দিয়ে ঘর মুছবেন।
৬. বাড়ির প্রধান দরজার সামনে কখনও ভারী বা বড় কিছু রাখবেন না। যেমন পাথরের উঁচু চাঁই, মাটির উঁচু ঢিবি জাতীয় কিছু। এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায়।
আরো পড়ুন :- মে মাসে অর্থ উপার্জন কেমন থাকবে ! দেখে নিন রাশি অনুযায়ী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)