ভারতের দেখানো পথে হেঁটে চীনকে চোখ দেখালো ফিলিপিন্স

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- LAC – তে যখন চীন ভারতের জমি দখলের জন্য ভারতের সীমানায় ঢুকে পরে তখন ভারতীয় সেনা চীনকে আটকাবার জন্য সেখানে প্রচুর পরিমানে সেনা ,হাতিয়ার মজুত করে ,যাতে করে চীন যদি যুদ্ধ করে তবে ভারত ও যুদ্ধে অবতীর্ণ হতে পারে।

চীনের বিরুদ্ধে ভারতের এই প্রতিবাদ সারা বিশ্বে এক নতুন বার্তা দিয়েছে ও সারা বিশ্বকে এক নতুন পথ দেখিয়েছে। এবার সেই পথেই হাঁটতে শুরু করেছে ফিলিপিন্স। মূলত চীন সাউথ চাইনা সি – তে তাদের দাবি করে থেকে। কিন্তু সেখানে চীন ছাড়াও আরো বিভিন্ন দেশ রয়েছে।

আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে

কিন্তু চীন সমগ্র সামুদ্রিক এলাকা নিজের বলে দাবি করে। সেখানে চীনের প্রতিবেশী দেশকে আটকাবার চেষ্টা করে চীন। কিন্তু ফিলিপিন্স এবার চীনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি রডরিগো বলেন , আমরা সাউথ চাইনা সি – তে বাড়বাড়ন্ত সহ্য করবো না। তিনি জানান যে সাউথ চাইনা সি – তে ফিলিপিন্সের নৌবাহিনী তাদের এলাকার রক্ষা করবে। তিনি আরো বলেন , আমরা চীনের সাথে যুদ্ধে যেতে চাই না কিন্তু চীনের ও বুঝতে হবে যে সামুদ্রিক এলাকা নিজের একার হয় না।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- ভারতীয় সেনার সামনে ২৪ ঘন্টা ও টিকতে পারবেনা পাকিস্তানী সেনা , দাবি পাকিস্তানী মৌলানার

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন