Bangla News Dunia, দীনেশ দেব :- গতকাল আমরা আপনাদের জানিয়েছিলাম যে ভারত 5G টেকনোলজির ক্ষেত্রে কি ভাবে চীনকে বিরাট আর্থিক ঝটকা দিয়েছে। তবে ভারতের এই পদক্ষেপের পরেই চীনের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। চীনের তরফ থেকে জানানো হয় যে ভারতের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক যে বাণিজ্য চুক্তি রয়েছে তা উলঙ্ঘন করছে ভারত।
আরো পড়ুন :- অবশেষে ভারতের কথা মানতে বাধ্য হলো আমেরিকা ! সারা বিশ্বে তৈরি হতে পারে ভ্যাকসিন
চীন জানায় ভারতের উচিত ছিল চীনের টেলিকম সংস্থা HUAWEI কে ভারতের 5G টেকনোলজির ট্রায়ালে অংশ গ্রহণ করতে দেওয়া। যা না করার ফলে ভারত সোজা চীনের কোম্পানিকে বাইরে করে দিয়েছে। চীনের এই প্রতিক্রিয়া আসার পর ভারতের থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এই চীনের HUAWEI কে যখন ইউরোপের কিছু দেশ তাদের দেশে প্রবেশ করতে দেয়নি তখন চীন তাদের ধমকির শুরে বলে যে চীন তাদের দেখে নেবে। তাদের সাথে সমস্ত প্রকার ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করবে। এমনকি ওই দেশের যেই সকল কোম্পানি চিনে ব্যবসা করছে তাদের ও চীন থেকে বের করে দেবে। কিন্তু এই চীনই ভারতের এই পদক্ষেপের পরে ভারতের কাছে অনুরোধ করছে যে তাদের HUAWEI কে ভারতে প্রবেশ করতে দেওয়া হোক।
কারণ চীন জানে , ভারত যদি HUAWEI কে ভারতে প্রবেশ করতে না দেয় তবে ভারতের দেখানো পথে বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশে 5G টেকনোলজির জন্য চীনা কোনো কোম্পানিকে প্রবেশ করতে দেবে না। কারণ চীন এই 5G টেকনোলজির মাধ্যমে ওই দেশের সাইবার সুরক্ষায় হানা দিতে পারে। কারণ চীন একটি কমিউনিস্ট দেশ। সেখানে সরকারই শেষ কথা।
আরো পড়ুন :- পাকিস্তানকে আর্থিক ভাবে কাঙ্গাল করতে প্রস্তুত হচ্ছে ইউরোপীয়ান ইউনিয়ন !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারত সরকার চীনকে দিলো ৪৪০ ভোল্টের ঝটকা !