চীনকে কাউন্টার করতে রাশিয়া থেকে বিধ্বংসী ব্যাটেল ট্যাঙ্ক কিনছে ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- ভারত ও চীনের মধ্যে চলতে থাকা বিরোধ কিছুতেই থামার নাম নিচ্ছে না তার প্রধান কারণ হলো চীনের আগ্রাসন নীতি। চীনের আগ্রাসন নীতির ফলেই চীন ভারতের জমি দখল করতে চায়। আর তার জন্য মাঝে মাঝে চীন ভারতে সীমানায় প্রবেশের চেষ্টা করে। যাতে করে একটু একটু করে ভারতের জমি দখল করা যায়। কিন্তু ভারত সরকার চীনের এই আশা পূরণ হতে দেবে না।

আরো পড়ুন :- অবশেষে ভারতের কথা মানতে বাধ্য হলো আমেরিকা ! সারা বিশ্বে তৈরি হতে পারে ভ্যাকসিন

ভারতের তরফ থেকে চীনকে পাহাড়ি এলাকায় কাউন্টার করার জন্য রাশিয়া থেকে ২৪ টি বিধ্বংসী ব্যাটেল ট্যাঙ্ক ক্রয় করতে চলেছে। ভারত সরকার রাশিয়ার সাথে এই ট্যাঙ্ক কেনার জন্য ৫০০ কোটি ভারতীয় টাকার চুক্তি করেছে , যা প্রায় ১৭২ মিলিয়ন ডলার।

banner_land

 

ভারত ডিফেন্স সেক্টরে যাতে কোনো ভাবেই পিছিয়ে না পরে তার জন্য ভারত সরকার ডিফেন্সে জোর দিয়েছে। এমনকি ভারত সরকার দেশের বেসরকারি কোম্পানি গুলিকে এই সেক্টরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। যাতে করে ভারতে প্রচুর পরিমানে সামরিক অস্ত্র উৎপাদন করা সম্বভ হয়।

আরো পড়ুন :- ভারতের কাছে 5G টেকনোলজিতে ঝটকা খাবার পরে প্রথম প্রতিক্রিয়া দিলো চীন !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন