Bangla News Dunia, দীনেশ দেব :- দিনকে দিন ভারতের করোনা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ পার করেছে আর তারই সাথে মৃতের সংখ্যা ও ৪ হাজার পার করেছে। এমন অবস্থায় সারা বিশ্ব থেকে ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দিন ও পোল্যান্ড , নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে ভারতের সাহায্য পাঠানো হয়।
আর এরই মধ্যে ব্রিটেন ভারতকে ৫০ লাখ কোভিশিল্ড এর টিকা দিতে চলেছে। মূলত কোভিশিল্ড ভারতের সিরাম ইনস্টিটিউট তৈরী করছে। এই কোভিশিল্ড ভ্যাকসিনের পেটেণ্ট রয়েছে ব্রিটিনের অক্সফোর্ড ইউনিভার্সিটির কাছে। তাই এই ভ্যাকসিনের পেটেন্ট দেবার আগে ব্রিটেন সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল।
আরো পড়ুন :- করোনা রুখতে নয়া অস্ত্র ভারতের হাতে ! বিস্তারিত পড়ুন
আর সেই চুক্তি অনুযায়ী ভারতের তৈরী কোভিশিল্ড ভ্যাকসিনের কিছু অংশ ব্রিটেনকে দিতে বাধ্য সিরাম ইনস্টিটিউট। সেই অনুযায়ী ভারতের অবস্থা যে রকমই হোক না কেনো ব্রিটেনকে ভ্যাকসিন দিতে বাধ্য সিরাম ইনস্টিটিউট। এছাড়া বিদেশে এই ভ্যাকসিনের বেচার আগে ব্রিটেনকে এই ভ্যাকসিন দিতে বাধ্য সিরাম ইনস্টিটিউট।
তবে চুক্তি অনুযায়ী সিরামের থেকে পাওয়া ৫০ লাখ করোনা ভ্যাকসিন ভারতের জন্য ছেড়ে দেবার পরিকল্পনা করেছে ব্রিটেন। কারণ ভারতের করোনা অবস্থা দেখে ব্রিটেন সরকার এই পদক্ষেপ নিয়েছেন। ব্রিটেনের সরকারের দাবি , তারা ভারতের পাশে থেকে ভারতের সাহায্য করতে চায়। তাই তারা তাদের ভাগের এই ভ্যাকসিন ভারতের মানুষের জন্য দিচ্ছে। যাতে করে ভারতের বেশি সংখ্যক মানুষকে করোনা ভাইরাসের টিকা লাগানো যায়।
আরো পড়ুন :- করোনা ভাইরাস ধ্বংসকারী মাস্ক বানিয়ে গোটা বিশ্বে আলোড়ন ফেললো বাংলার মেয়ে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে পান করুন এই ঘরোয়া পানীয়