Bnagla News Dunia , অজয় দাস :- ২০১৯ সালে জম্বু – কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানোর পর থেকেই পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তুলেছে। পাকিস্তান কাশ্মীরকে নিয়ে সারা বিশ্বে মিথ্যে প্রচার করেছে। পাকিস্তান চীনের সাথে মিলে ভারতের ৩৭০ ধারা সরানোর বিরোধিতা করেছে। কিন্তু অবশেষে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সেখানকার এক ইন্টারভিউতে বলেন যে কাশ্মীরের ৩৭০ ধারা ভারতের অভ্যান্তরিন মামলা।
আরো পড়ুন :- নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !
সেখানে পাকিস্তান কিছু করতে পারে না। অথাৎ তিনি মেনে নিচ্ছেন যে কাশ্মীর ভারতের অংশ। তিনি আরো বলেন যে পাকিস্তান চায় দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাক। আবার আগের মতো দুই সরকারের মধ্যে কথাবার্তা চালু হোক। তিনি বলেন যুদ্ধ কোনো দেশের বা এলাকার জন্য শান্তি নিয়ে আসে না। তিনি বলেন পাকিস্তান যুদ্ধ চায় না।
তবে বিশেষজ্ঞদের মত , পাকিস্তানের এই রকম কথা বার্তার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। তা হতে পারে কয়েকদিন আগেই ইউরোপিয়ান ইউনিয়ন পাকিস্তানের থেকে GSP স্ট্যাটাস ছিনিয়ে নিয়েছে। এবার পাকিস্তান FATF এ কালো তালিকা ভুক্ত হতে পারে। ফলে এই সকল সমস্যা থেকে বাঁচতে পাকিস্তান ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চায়। কারণ পাকিস্তান বর্তমানে ভারতের অবস্থা ভালো করেই জানে। পাকিস্তান জানে যে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে পারলে এই বারের জন্য FATF এর কালো তালিকা ভুক্ত হবার থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।