Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- বর্তমান সময়ে বেশিরভাগ বাড়িই পাকা ও একাধিক তলা বিশিষ্ট। আর এক তলার সাথে অন্য তলার যোগাযোগের মাধ্যম সিঁড়ি। এক কথায় বলা যায় কোনো মানুষকে উপরে উঠতে গেলে সিঁড়ি ব্যবহার করতে হবে। কিন্তু সিঁড়ি আবার কখনও কখনও পতনের কারণ হতে পারে। পতন অর্থাৎ ক্ষতির কথা বলা হচ্ছে। তা অর্থনৈতিক হতে পারে বা শারীরিক হতে পারে এমনকি, মর্যাদাহানিও হতে পারে।
বাস্তু শাস্ত্র মতে , সিঁড়ির নির্মাণ যদি বাস্তুসম্মত ভাবে না হয় বা ভুল নির্মাণ হয় তাহলে গৃহের বাস্তু দোষ হয়। ফল গৃহ কর্তাকে বা গৃহের সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
বাড়ির কোন দিকে সিঁড়ি হওয়া উচিত, আর সিঁড়ির কতগুলি ধাপ থাকা উচিত ইত্যাদি জানা প্রয়োজন। অর্থাৎ সিঁড়ি বাস্তুশাস্ত্রসম্মত ভাবে নির্মাণ গৃহের, গৃহ সদস্যদের এবং গৃহকর্তার উন্নতি দান করতে পারে। কারণ প্রতিটি ক্ষেত্রেই উন্নতির জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় , কেউ এক লাফে উপরে উঠতে পারে না।
বাস্তু মতে সিঁড়ি নির্মাণের সঠিক নিয়ম :-
বাস্তুসম্মত ভাবে গৃহের উত্তর এবং পূর্ব সর্বদা নিচু বা হালকা হওয়া উচিত। দক্ষিণ এবং পশ্চিম উঁচু বা ভারী হওয়া শুভ। সিঁড়ি গৃহের সবথেকে ভারী নির্মাণ হিসাবে গণ্য করা হয়। সুতরাং পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম দিক সিঁড়ি নির্মাণের ক্ষেত্রে শুভ দিক। উত্তর-পূর্ব এবং ব্রহ্মস্থানে সিঁড়ি নির্মাণ বাস্তুসম্মত নয়।
গৃহের উত্তর-পূর্ব এবং ব্রহ্মস্থানে সিঁড়ি নির্মাণ হলে গৃহস্থের অর্থনৈতিক, শারীরিক এবং অন্যান্য সাধারণ শান্তি বিঘ্নিত করে। এ ক্ষেত্রে বহুতলের বা আবাসনের সিঁড়ি এর মধ্যে পড়ে না। কারণ বহুতলে অনেক পরিবার একত্রে বাস করে, সিঁড়িও যৌথ ভাবে ব্যবহৃত হয়।
সিঁড়ির সংখ্যা সর্বদা ১১, ১৭, ২৩, ২৯ শুভ মানা হয়। এই সংখ্যক না হলেও বিষম সংখ্যা সিঁড়ি শুভ যেমন ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯ ইত্যাদি করা যেতে পারে।
আরো পড়ুন :- ব্যাবসায় কি মন্দা ? উন্নতির জন্য এই খুব সহজ টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক