ব্রেকিং নিউজ : সাইবার হামলার শিকার আমেরিকা !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- এবার সাইবার হামলার শিকার হলে আমেরিকা। আমেরিকার মত দেশ যেখানে ইন্টারনেটের ব্যবহার সবচেয়ে বেশি , যেখানে সবচেয়ে বড় বড় টেকনোলজি কোম্পানি অবস্থিত সেখানেই এত বড় সাইবার হামলা হলো কি করে , প্রশ্ন বিশেষজ্ঞদের। মূলত এই সাইবার হামলায় আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ পাইপ লাইন সংস্থা কলোনিয়াল পাইপ লাইনের সমস্ত নেটওয়ার্ক হ্যাক করে নেয় সাইবার হামলা কারীরা।

আরো পড়ুন :-  পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষায় উত্তীর্ণ হিন্দু মহিলা ! রচিত নয়া ইতিহাস

আমেরিকার পূর্ব উপকূলের গোটা এলাকার অর্ধেকের বেশি জানানোর সরবরাহ হয় এই পাইপলাইন দিয়ে। এই পাইপ লাইন হ্যাকার পর থেকেই সেখানে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। এই কলোনিয়াল পাইপ লাইনের মাধ্যমে প্রতিদিন ২৫ লাখ ব্যারেল গ্যাসোলিন , ডিজেল ও অন্নান্ন শক্তি সম্পদ সরবরাহ করা হয় ৫৫০০ মাইল পাইপ লিনের মাধ্যমে।

property banner

এই পাইপ লাইন হামলার পর থেকেই সেখানে কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে ওই এলাকায় শক্তি সম্পদের দাম বৃদ্ধি পাবে। এই ঘটনার পরেই রাষ্ট্রপতি জো বাইডেনকে জানানো হয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে যে , হ্যাকাররা অর্থ আদায়ের উদ্দেশ্যেই এই সাইবার হামলা করেছে। তবে সেখানের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ওই বিস্তীর্ণ এলাকায় জ্বালানি সরবরাহের জন্য সচেষ্ট প্রশাসন।

গোয়েন্দারা এখন খুঁটিয়ে দেখছেন যে কি ভাবে এত বড় সাইবার হামলা করলো হ্যাকাররা। আর পরবর্তী কালে এমন সাইবার হামলা থেকে বাঁচতে কি করা উচিত তা ও দেখা হচ্ছে। এছাড়া এই সাইবার হামলার পিছনে ” ডার্ক ওয়েব ” এর হাত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন :- শিশুরা করোনা আক্রান্ত হলে কি করবেন ? জেনে রাখুন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- Big News : অবশেষে পাকিস্তান মানলো কাশ্মীর ভারতের অংশ

Bangla news dunia Desk

মন্তব্য করুন