Bangla News Dunia , অজয় দাস :- পাকিস্তান এতটাই ঋণে জর্জরিত যে ঋণ পরিশোধ করতে তাকে অন্য দেশের থেকে ঋণ নিতে হচ্ছে। এর আগে সৌদি আরবের ঋণ পরিশোধ করতে গিয়ে পাকিস্তান চীনের থেকে ঋণ নিয়েছে। কিন্তু চীন বিগত কিছুদিন ধরে পাকিস্তানকে কোনো প্রকার ঋণ দিতে অস্বীকার করে। ফলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পাকিস্তানের।
আর এমন অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পাকিস্তানের উপরে রেগে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্যাবসায় পাওয়া সমস্ত সুবিধা কেড়ে নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ফলে পাকিস্তানের দ্রব্যে ইউরোপের বাজারে বিক্রি করা কঠিন হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য রাতারাতি সৌদি আরব পৌঁছলো ইমরান খান।
আরো পড়ুন :- করোনা পরিস্থিতিতে ভারতের হয়ে বিশ্বকে বিরাট বার্তা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন
ইমরান খানের সৌদি আরব পৌঁছানের পিছনের কয়েকটি উদ্দেশ্যে রয়েছে। যেমন – সৌদি পাকিস্তানের থেকে যেই ঋণ পায় সেই ঋণ পরিশোধের সময় বৃদ্ধি করা। এছাড়া ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নতি ঘটানো। কারণ পাকিস্তান জানে যদি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করা যায় তবে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পাকিস্তানের সম্পর্কের উন্নতি হতে পারে।
Prime Minister @ImranKhanPTI was given a warm reception by Saudi Crown Prince HRH Mohammad bin Salman at his arrival in Saudi Arabia#PMIKinKSA#رئيس_وزراء_باكستان_في_السعودية pic.twitter.com/nB2xPv88wP
— Prime Minister's Office (@PakPMO) May 7, 2021
এমনকি FATF এর কালো তালিকা ভুক্ত হওয়া থেকে ও মুক্তি পেতে পারে পাকিস্তান। কারণ বিশ্বের বড় বড় দেশ কখনোই চাইবে না পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে ভারতকে নারাজ করতে।
আরো পড়ুন :- নতুন ভ্যাকসিন আবিষ্কার করলো রাশিয়া , এক ডোজ যথেষ্ট !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে