Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- বর্তমান যুগে মাটির তৈরি পাত্র কোনো বাড়িতে প্রায় দেখা যায় না বললেই চলে। আগেকার দিনের মানুষরা বেশির ভাগই মাটির আসবার পত্র ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে মানুষ মাটি ছাড়া বাকি সব কিছুর জিনিস ব্যবহার করেন। তবে আমাদের অনেকেরই জানা নেই যে মাটির তৈরি জিনিস ঘরে রাখা বাস্তু শাস্ত্র মতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ মাটির তৈরি পাত্র শুদ্ধ জিনিস তাই মাটির তৈরি জিনিস বাস্তু মেনে সঠিক দিকে রাখলে নানা ভাবে উপকার পাওয়া যায়।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
মাটির কোন জিনিস সবচেয়ে উপকারী :- বাস্তু শাস্ত্র মতে , মনে করা হয় মাটির তৈরি জলের পাত্র সবচেয়ে উপকারী। কারণ মাটির তৈরি জলের পাত্র ঘরে রাখা আর্থিক দিক থেকে সবচেয়ে ভাল বলে মনে করা হয়।
বাড়িতে মাটির পাত্র রাখার সঠিক দিক :- মাটির জলের পাত্র ঘরের উত্তর দিকে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় । যদি মাটির কলসি বা জলের পাত্র না পাওয়া যায় তা হলে যে কোনও মাটির আসবার পত্র ঘরের উত্তর দিকে রাখা শুভ বলে মানা হয়।
বাড়িতে মাটির পাত্র রাখলে কী কী উপকার পাওয়া যায় :-
১. মাটির পাত্র ঘরের উত্তর দিকে রাখলে খুবই শুভ ফল পাওয়া যায় যেমন আর্থিক দিকে যদি কোনও সমস্যা থাকলে তা খুব দ্রুত দূর হয়ে যায়।
২. নিত্য দিনের জীবনের ছোটখাটো নানা সমস্যার অবসান ঘটে।
৩. বাস্তু শাস্ত্রে এটি মনে করা হয় , মাটির তৈরি অলঙ্কার ব্যবহার করলে দাম্পত্য সম্পর্ক মধুর হয়।
আরো পড়ুন :- ব্যাবসায় কি মন্দা ? উন্নতির জন্য এই খুব সহজ টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক