Bangla News Dunia , অজয় দাস :- এবার পাকিস্তানকে ঋণ দিতে অস্বীকার করলো চীন। আমেরিকা যখন পাকিস্তানকে ছেড়ে দিয়েছে তখন পাকিস্তান চীনের কোলে গিয়ে বসে পড়েছে। পাকিস্তান সব কাজেই চীনের থেকে সাহায্য নিয়ে থাকে। এমনকি সৌদি আরব যখন পাকিস্তানের থেকে ঋণের টাকা চেয়েছে তখন পাকিস্তান চীনের থেকেই ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ করেছে। কিন্তু এবার চীন নিজেই পাকিস্তানকে ঋণ দিতে অস্বীকার করলো।
আরো পড়ুন :- জ্বালানি তেলের উপর নির্ভরতা কমাতে বিরাট পদক্ষেপ ভারতের
মূলত পাকিস্তানে চলতে থাকা ” চীন – পাকিস্তান ইকোনমিক করিডোর ” যোজনায় কাজের সমীক্ষা করেছে চীন। এই সমীক্ষার পর চীন ” চীন – পাকিস্তান ইকোনমিক করিডোর ” যোজনায় অন্তর্গর্ত রেল লাইন তৈরির যোজনা ‘এম এল -১’ এর জন্য চীন পাকিস্তানকে ৬.৯ বিলিয়ন ডলার ঋণ দেবার কথা ছিল। কিন্তু চীনের তরফ থেকে এই পরিযোজনার ঋণ আটকে দেওয়া হয়েছে।
এই পরিযোজনা প্রথমে ৯ বিলিয়ন ডলারের ছিল পরে তা কমিয়ে ৬.৯ বিলিয়ন ডলারের করা হয়। এই পরিযোজনা পেশাবর থেকে করাচি পর্যন্ত হবার কথা ছিল। যা পাকিস্তানের ৪ রাজ্যের মধ্যে দিয়ে যেতো। কিন্তু বর্তমানে পাকিস্তানের আর্থিক অবস্থা দেখে চীন নিজের হাত পিছনে করে নিয়েছে। যাতে করে চীনের দেওয়া ঋণের টাকা নষ্ট না হয়। কারণ চীনের অনুমান যে পাকিস্তান এই ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। এর আগেও চীনের থেকে পাকিস্তান কয়েক বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে।
আরো পড়ুন :- ‘জৈব অস্ত্র’ হিসাবে করোনা ভাইরাস তৈরি করেছে চীন ! সামনে আসলো বিস্ফোরক তথ্য
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ভারতকে আমেরিকা কতটা শক্তিশালী দেশ মনে করে ? সেই রিপোর্ট আসলো সামনে