Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিধানসভা নির্বাচনে হবে কি পুনর্গণনা ? বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরই পুনর্গণনার দাবিতে সরব হয়েছিলেন বিজেপি নেতা-কর্মীদের একাংশ। ফল প্রকাশের প্রায় ১০ দিন পরে এই নিয়ে ফের মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, পুনর্গণনার কিছু পদ্ধতি রয়েছে। নির্বাচনের ফল প্রকাশের ১ ঘণ্টার মধ্যে পুনর্গণনা হতে পারে। এর বেশ কিছু আইনি ব্যবস্থা রয়েছে। তেমনটা সম্ভব হলে আদালতে আবেদন করা যেতে পারে বলেন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গত ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর দেখা যায় লক্ষ্যের থেকে অনেকটা পিছিয়ে বিজেপি। সরকার গঠন তো দূরে থাক, ৩ অংকে পৌঁছতে পারেনি তারা। রাজ্যে ৭৭টি আসন পেয়েছে তারা। সন্ধ্যায় হাই ভোল্টেজ আসন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন বলে জানা যায়। রাতে খবর আসে, মমতা নন নন্দীগ্রামে পুনর্গণনায় জিতেছেন শুভেন্দু অধিকারী। এর পর ময়না কেন্দ্রে পুনর্গণনায় জয়ী হন বিজেপির অশোক দিন্দা।
তার পর থেকেই পুনর্গণনার দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হতে থাকেন বিজেপির কর্মীরা।তাদের দাবি, গণনাকেন্দ্রে কারচুপি করে জিতেছে তৃণমূল। তাই ৯০টির বেশি কেন্দ্রে তাদের জয়ের ব্যবধান ১০০০-এর কম।
আরো পড়ুন :- এবার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ধাক্কা খেলো পাকিস্তান
এইনিয়ে এর আগেও আইনি পথে হাঁটার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। এদিনও তাঁর মুখে শোনা গেল একই কথা। তবে সেই প্রক্রিয়ায় কোনও অগ্রগতি হয়েছে বলে জানাননি তিনি।
#BJP #RECOUNTING
সবার কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন