আজ অক্ষয় তৃতীয়া কোন জিনিস কিনলে আপনার ভাগ্য ফিরবে জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-  শাস্ত্র মতে মনে করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিন যা কিছু কেনা হয় তা অক্ষয় থাকে। তাই এই দিন বেশির ভাগ মানুষই সোনা বা ঘরবাড়ি কিনে থাকেন। আর এই জন্যই আজ অনেকে কেনাকাটার দিকে ঝুঁকবেন। চলুন দেখে নেওয়া যাক রাশি অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ায় কোন রাশির জাতক – জাতিকারা কি কিনলে ভালো ফল পাবেন।

১. মেষ রাশি :- আজ এই রাশির জাতক  – জাতিকারা সোনা বা তামা কিনতে পারেন , শুভ ফলে পাবেন।

২. বৃষ রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা সোনা বা রুপা কিনতে পারেন , শুভ ফলে পাবেন। এর সাথে পারফিউম ও কিনতে পারেন।

৩. মিথুন রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা সোনা  কিনতে পারেন ,এছাড়া কোনো নতুন বস্ত্র কিনতে পারেন  শুভ ফলে পাবেন।

৪. কর্কট রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা কোনো দরকারি বই কিনতে পারেন ভালো ফল পাবেন।  এছাড়া সোনা  কিনতে পারেন শুভ ফলে পাবেন।

আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ

৫. সিংহ রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা সোনা বা তামা কিনতে পারেন শুভ ফলে পাবেন।

৬. কন্যা রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা রুপো , বস্ত্র বা পারফিউম কিনতে পারেন ভালো ফল পাবেন।

jotish somnath

৭. তুলা রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা হীরা কিনতে পারেন , আর হীরা না কিনতে পারলে রুপা কিনলেও শুভ ফলে পাবেন।

৮. বৃশ্চিক রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা ধার্মিক গ্রন্থ কিনতে পারেন যেমন – গীতা , মহাভারত কিনতে পারেন। এছাড়া সোনা কিনলে শুভ ফলে পাবেন।

৯. ধনু রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা সোনা , রুপা , বই , পেন কিনতে পারেন শুভ ফলে পাবেন।

১০. মকর রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা গাড়ি কিনতে পারেন। এছাড়া হীরে বা রুপো কিনতে পারেন শুভ ফলে পাবেন।

১১. কুম্ভ রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা রুপো বা হীরের জিনিস কিনতে পারেন শুভ ফলে পাবেন।

১২. মীন রাশি :- আজ এই রাশির জাতক – জাতিকারা বই কিনতে পারেন। এছাড়া এই রাশির জাতক – জাতিকাদের জন্য সবচেয়ে শুভ ফলদায়ী হলো সোনা।

আরো পড়ুন :- নতুন বাড়ি তৈরির সময় অবশই মাথায় রাখবেন এই বিষয় গুলি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)

মো:- 9093476035
8906174912

অগ্রিম নাম বুকিং আবশ্যক

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন