আপনার শিশুর করোনা হলে কি করবেন ? দেখুন গাইডলাইন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ। সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে শিশুদের মধ্যে। দেশের ৫.৮ শতাংশ শিশু করোনার কবলে পড়েছে। রিপোর্ট বলছে, ভারতে ৮ থেকে ২০ শতাংশ বাচ্চাকে আইসিইউতে ভরতি করা হয়েছে। বাকিরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছে। কীভাবে বুঝবেন আপনার সন্তান করোনা আক্রান্ত ? সংক্রমিত হলে কী করা উচিত, এনিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্যদপ্তর।

কীভাবে বুঝবেন শরীরে করোনা হানা দিয়েছে ?

১. স্বাদ-গন্ধ চলে যেতে পারে।

২. অক্সিজেন স্যাচুরেশন ৯২ হয়ে যেতে পারে।

৩. ডায়েরিয়া আর বমি হতে পারে।

৪. খাবারের ইচ্ছা চলে যেতে পারে।

এই সমস্ত লক্ষণ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

কি করবেন ?

১. করোনার প্রকোপ থাকলে প্রচুর জল খেতে হবে।

২. ডায়েরিয়া হলে ORS খেতে হবে।

৩.  ফল ও শাক-সবজি খাওয়ার উপর জোর দিতে বলছেন চিকিৎসকরা।
৪. জ্বর এলে প্যারাসিটামল ১৫ এমজি দিতে পারেন।

৫. বাচ্চাকে প্যারাসিটামল খাওয়ানোর ক্ষেত্রে ৪ ঘণ্টার ব্যবধান রাখতে হবে।

৬. বাচ্চার নাক বন্ধ হলে স্যালাইন স্প্রে দিতে হবে।

৭. বমি হলে ডোমপেরিডোন গোত্রের ওষুধ দিতে হবে।

৮. জল খাইয়েও যদি ইউরিন কমতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

৯. সাধারণ ক্ষেত্রে রেমডেসিভিরের প্রয়োজন নেই।

১০. নেবুলাইজার দিতেও বারণ করা হচ্ছে।

আরো পড়ুন :- করোনা কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। দেখে নিন কি কি খাবেন

১১. আগে থেকে হাঁপানি থাকলে স্যালভুটামল গোত্রের ওষুধ দিতে হবে।

বেশি সমস্যা হলে অবশ্যই হাসপাতালে নিয়ে যান। আর ডাক্তারের পরামর্শ নিন।

#COVID #CHILD #GUIDELINE

সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন