Bangla News Dunia, অমিত রায় :- মায়ানমারে সেনা অভ্যুথান আগেই হয়েছে। সেখানে নির্বাচিত আন সান সূচির সরকারকে ভঙ্গ করে সেখানকার সেনা দেশের প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিয়েছে। ফলে সেখানকার জন সাধারণ সেখানকার সেনার উপর বিরোধ প্রদর্শন করছে।
যার ফলে মায়ানমারের আর্থিক অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় নিজের দেশের মানুষের বিরোধিতাকে দমন করতে সেখানকার সেনা সাধারণ মানুষের উপর প্রথমে লাঠি দিতে বিভিন্ন জাগায় ছড়িয়ে পড়া বিদ্রোহ থামানোর চেষ্টা করে। কিন্তু তাতে অসফল হওয়ায় সেখানকার সেনা রবারের বুলেট ব্যবহার করে। তাতে ও সাধারণ মানুষ বিদ্রোহ না থামানোর ফলে সেনা বুলেটের ব্যবহার করে সেখানকার বিদ্রোহীদের জীবন নিতে শুরু করে।
আরো পড়ুন :- নিয়মিত যৌন সঙ্গমে বাড়বে আয়ু ও রোগ প্রতিরোধ ক্ষমতা
এই প্রতিবাদে মায়ানমারের সাধারণ মানুষের পাশাপাশি অনেক বড় মানুষ ও সেলিব্রিটি এই বিদ্রোহে যোগদান করেন। এই বিদ্রোহে মায়ানমার বিউটি কুইন নামে পরিচিত টার্ক তেত নামের মডেল মায়ানমারের সেনার বিদ্রোহী বাহিনীতে যোগদান করেন তিনি তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এসোল্ট রাইফেলের সাথে নেওয়া ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
The revolution is not an apple that falls when it is ripe. You have to make it fall. (Che Guevara)
We must Win 💪💪💪 pic.twitter.com/iHEDhF314p— Htar Htet Htet (@HtarHtetHtet2) May 11, 2021
” এই ফটো পোস্টার পাশাপাশি তিনি লেখেন , আমাদের সেনার বিরুদ্ধে লড়তে হবে আর জিততে হবে। একবার আবার লড়াইয়ের সময় এসেছে , যে যেমন ভাবে পারেন এই লড়াইতে সাহায্য করুন। আমি এই লড়াইতে চালিয়ে যাবো দরকার পড়লে নিজের জীবন দিয়ে দেবো “। এই বিউটি কুইন প্রায় ৮ বছর আগে এই খেতাব পান।
আরো পড়ুন :- যৌন সঙ্গমে রাজি না হওয়ায় পুরুষাঙ্গ কুপিয়ে কাটলো মহিলা !
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন