OIC অন্তর্ভুক্ত ৫৭ মুসলিম দেশকে আয়না দেখালো আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরাফ গনি

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , দীনেশ দেব :- একদিকে ইসরায়েল ও প্যালেস্টাইনের আতঙ্কবাদী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ চলছে। তারই মধ্যে ৫৭ মুসলিম দেশের নেতারা অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপরেশন এর বৈঠকে ইসরায়েলকে তীব্র ভৎসনা করেছে । এরই মধ্যে কিছু দেশ যেমন পাকিস্তান , তুর্কি , মালয়েশিয়া , ব্রুনেই এই সকল দেশ তাদের বক্তব্যে ইসরায়েলকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছে। এই বৈঠকে আফগানিস্থান ও এক মুসলিম দেশ হবার জন্য উপস্থিত ছিল।

কিন্তু বৈঠক শেষের কয়েক ঘন্টা পরেই আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরফ গনি এই ৫৭ মুসলিম দেশকে আফগানিস্থানের তরফ থেকে আয়না দেখানোর ব্যবস্থা করেন , যাতে তাদের চোখ খোলে। তিনি পাকিস্তানের উপর তালিবানকে সাহায্য করার আরোপ লাগান। তিনি বলেন আফগানিস্থান বিগত দুই দশকের বেশি সময় ধরে তালিবানের আগুনে জ্বলছে। তাও আবার পাকিস্তানের জন্য। কারণ পাকিস্তান নিজের স্বার্থে এই তালিবানদের আর্থিক ও সৈনিক সাহায্য দিয়ে আসছে।

আরো পড়ুন :- এই প্রথম নিজেকে সুপার পাওয়ার বলে আমেরিকাকে যুদ্ধের হুমকি দিলো চীন

তালিবানি জঙ্গিদের যুদ্ধের ট্রেনিং দিচ্ছে পাকিস্তান। এমনকি তালিবানি কমান্ড ও নির্বাচন করছে পাকিস্তানী সেনার অফিসাররা। তাই তিনি বলেন , আফগানিস্থানে তালিবানদের সাথে যদি শান্তি চুক্তি করতে পারে তা হলো পাকিস্তান। আমেরিকা কোনো ভাবেই তালিবানদের সাথে শান্তি চুক্তি করতে পারবে না।

property banner

তিনি তার বক্তব্যের মাধ্যমে সোজাসুজি অর্গানাইজেশন অফ ইসলামিক কো – অপরেশন এর অন্তর্ভুক্ত দেশ গুলিকে আফগানিস্থানের অবস্থানের কথা বোঝাবার চেষ্টা করেছেন। অথাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে , সব মুসলিম দেশ প্যালেস্টাইনের হয়ে ইসরায়েলের বিপক্ষে চলে গেছে কারণ ইসরায়েল এক ইহুদি দেশ। কিন্তু আফগানিস্থান ও এক মুসলিম দেশ আর তাকে আগুনে জ্বালাচ্ছে আরেক মুসলিম দেশ পাকিস্তান ও তালিবানিরা কিন্তু সেখানে এই সকল মুসলিম দেশের আফগানিস্থান প্রেম কেন  জেগে  ওঠে না।

আজ প্যালেস্টাইনের থেকে বেশি মানুষ মারা যাচ্ছে আফগানিস্থানে সেখানে প্রতি বছর গড়ে প্রায় ৮০ হাজার নির্দোষ মানুষ আতঙ্কবাদী হামলায় মারা যান। কয়েকদিন আগেই সেখানে একটি বোমা হামলায় কিছু স্কুল পড়ুয়া বাচ্চা মেয়েরা মারা যায়। যা সংখ্যায় প্রায় ২০ থেকে ২৫ হবে। এই আফগানিস্থানের দুঃখ কারো চোখে পড়ছে না। আফগানিস্থান কি মুসলিম দেশ না ? আফগানিস্থানের মুসলমানরা কি প্যালেস্টাইনের মুসলমানদের থেকে আলাদা ?

আরো পড়ুন :- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন