সন্ধ্যায় বেল , রাতে জেল ! টানটান উত্তেজনা চরমে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নারদকাণ্ডে ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের নিম্ন আদালতের জামিনে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার রাতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। ততদিন জেল হেফাজতে থাকতে হবে চার নেতাকে।

এই দিন নিম্ন আদালতে অভিযুক্তদের জামিন মঞ্জুর হওয়ার পর রাতে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। মামলাটি গ্রহণ করে রাত ৮.১৫ মিনিট থেকে শুনানি শুরু হয় আদালতে। রাত ৯টা পর্যন্ত চলে শুনানি। রাত ১০.৩০ মিনিট নাগাদ নির্দেশে  জামিনে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এই মামলা সংক্রান্ত সব প্রক্রিয়ায় সমস্ত আদালতে স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ফের বুধবার হবে মামলার শুনানি। যার ফলে জামিন পেয়েও মুক্ত হচ্ছেন না তৃণমূলের নেতা মন্ত্রীরা। চার জনকেই প্রেসিডেন্সি জেলে পাঠানো হবে। সেজন্য সেখানে একটি ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিজাম প্যালেসের সামনে তৃণমূলের বিক্ষোভের জন্য সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয় তদন্ত চালানো সম্ভব নয়। মামলাটি ভিনরাজ্যে নিয়ে যেতে চায় তারা। এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত।

সোমবার সন্ধ্যায় জামিন পেলেও অভিযুক্তদের মুক্তি দেননি সিবিআইয়ের আধিকারিকরা।  সিবিআইয়ের শেষ মুহূর্তের চালে ঘরে ফেরা হচ্ছে না ফিরহাদ , মদন , সুব্রত ও শোভনদের।

আরও খবরের জন্য ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন