Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– গতকাল নারদ মামলায় নাটকীয় মোড় দেখা যায়। সন্ধের দিকে বিশেষ আদালত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র আর শোভন চট্টোপাধ্যায়কে জামিন দেয়। এরপর সিবিআই কলকাতা হাইকোর্টে যায়। হাইকোর্ট ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশ জারি করে। ফলে মুক্তি পাওয়া ধৃতরা রাতে প্রেসিডেন্সি জেলে কাটায়।
প্রেসিডেন্সি জেলে বন্ধু শোভন বন্দি খবর শুনে সেখানে ছুটে যান প্রিয় বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জেলের ফটক ধরে কান্নাকাটি শুরু করে দেন তিনি। জেলের ফটকে ধাক্কা মারতে মারতে বৈশাখী কাতর আর্জি করে শোভনকে একটিবার দেখার জন্য ছটফট করেন। কিন্তু কলকাতা হাইকোর্ট আগামী বুধবার পর্যন্ত ধৃত চার নেতাকে হেফাজতের নির্দেশ দিয়েছে।
মাঝরাতে নিজাম প্যালেস থেকে সরিয়ে প্রেসিডেন্সি জেলে নিয়ে যায় সিবিআই। কড়া নিরাপত্তা বন্দোবস্ত করেই স্পেশ্যাল কনভয়ের মাধ্যমে নিজাম প্যালেস থেকে একেবারে চার অভিযুক্তকে নিয়ে প্রেসিডেন্সিতে হাজির হয় সিবিআই। সেই সময় প্রেসিডেন্সিতে ঢুকতে গেলে গেটেই আটকে দেওয়া হয় শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।
বৈশাখী অনেক চেষ্টা করেন প্রেসিডেন্সি চত্বরে ঢুকতে, কিন্তু তিনি ব্যর্থ হন। এরপর চোখ দিয়ে জল বেরিয়ে আসে ওনার। তিনি কাতর আবেদন করে বলেন, ‘একটিবার শুধু দেখতে দিন আমায়। অন্তত ওষুধটা দিতে দিন। ওনার হাই সুগার থাকার পরেও কিছু খেতে দেন নি। আপনারা কি করছেন ওনার সঙ্গে ? আমাকে একবার ঢুকতে দিন।
নারদ সংক্রান্ত আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
বিশেষ বিজ্ঞপ্তি :– করোনা অতিমারিতে বিধ্বস্ত সারা বিশ্বের জন জীবন। এই অবস্থায় আমাদের উচিত সচেতন থাকা। আতঙ্ক নয় , সচেতন হন। মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন