ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধে লিপ্ত হলো আরো দুই প্রতিবেশী দেশ !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ স্থগিতের কথা বলছে বিশ্বের বড় বড় দেশ কিন্তু না ইসরায়েল না প্যালেস্টাইনের হামাস বাহিনী এই যুদ্ধ বিরতি ঘোষণা করছে। ফলে এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। এরই মধ্যে বড় খবর আসলো ইসরায়েলের আরো দুই প্রতিবেশী মুসলিম দেশ সিরিয়া ও লেবানন থেকে। এবার সিরিয়া ও লেবানন ও যুদ্ধে লিপ্ত হওয়ার সংকেত দিলো।

আরো পড়ুন :- OIC -র বৈঠকের পরে মুসলিম দেশ গুলির উপর নারাজ হয়ে ইসরায়েলকে হুমকি দিলো এরদোয়ান

এই দিন সিরিয়া ও লেবানন থেকে রকেট হামলা করা হয়। লেবানন থেকে ৬ টি রকেট হামলা করা হয় ইসরায়েলের উপর কিন্তু এই ৬ টি রকেট লেবাননের জমির উপরেই পরে। ফলে ইসরালের কোনো ক্ষতি হয়নি। আর সিরিয়া থেকে তিনটি রকেট হামলা করা হয় যা ইসরায়েলের উত্তর সীমান্তে এসে পরে। কিন্তু এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেও লেবানন তিনটি রকেট হামলা করেছিল ইসরায়েলের উপর কিন্তু তাতে ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

property banner

লেবানন ও সিরিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগে ও এই রকম হামলা করা হবে ইসরায়েলের উপর। এর আগে তুর্কি বারবার ইসরায়েলকে হুমকি দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি তারা। সেখানকার রাষ্ট্রপতি এরদোয়ান আজ ও ইসরায়েলকে হুমকি দিয়েছে। এখন দেখার লেবানন ও সিরিয়া কি প্রকার হামলা চালায় ইসরায়েলের উপর। এরা যদি যুদ্ধে অবর্তীর্ণ হয় তবে যুদ্ধ ভীষণ রূপ নিতে পারে।

আরো পড়ুন :-  ইসরায়েলে পরমাণু হামলা করা হোক দাবি পাকিস্তানিদের !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন