Bangla News Dunia , অমিত রায় :- আন্তর্জাতিক স্তরে ভারতের প্রয়োজনীয়তা কতটা বৃদ্ধি পেয়েছে তা সাম্প্রতিক কালের কিছু ঘটনার মাধ্যমে বুঝতে পারা যায়। যেমন – ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে ভারতকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ , এছাড়া বড় উদাহরণ হলো বিশ্বের বেশির ভাগ দেশ ভারত যাতে নারাজ না হয় তার জন্য পাকিস্তানের সাথে যেকোনো সম্পর্ক স্থাপনের আগে ভেবে চিন্তে পা বাড়ায়।
আরো পড়ুন :- এবার সরকারের রাডারে What’s App , টিকটকের মতো ব্যান হতে পারে ভারতে
এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হতে চলা জি – ৭ দেশের স্বাস্থ্যে মন্ত্রীদের বৈঠকে ভারতের স্বাস্থ্যে মন্ত্রীকে বিশিষ্ট অতিথি হিসাবে অনলাইনের মাধ্যমে যোগদানের আমন্তন জানিয়েছেন। করোনা পরিস্থিতির জন্য এই বৈঠক অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।
ব্রিটিনের এই আমন্ত্রনের ফলে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক স্তরে ভারতের গ্রহণ যোগ্যতা ও প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। ভারত একমাত্র দেশ যে করোনা মহামারীর কালে বিশ্বের ১৫০ টির বেশি দেশকে বিভিন্ন মেডিকেল উপকরণ দিয়ে সাহায্য করেছে। তার পরেও ভারত থেমে থাকেনি নিজের দেশের কথা না ভেবে বিশ্বের ৮০ টির বেশি দেশকে করোনা ভাইরাসের সাথে লড়াইয়ের জন্য ভ্যাকসিন সাপ্লাই করেছে।
আরো পড়ুন :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দেবার পিছনের কারণ কি ?
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।