নতুন চাকরি পেতে জ্যোতিষ মতে এই টোটকা ব্যবহার করতে পারেন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- মানুষের জীবনে বেঁচে থাকার জন্য একটা চাকরির বা কাজের বিশেষ প্রয়োজন হয়ে থাকে , যার উপর ভরসা করে মানুষের জীবনের এক একটা দিন এগিয়ে চলে। আর যদি সেই চাকরি হঠাৎ করে চলে যায় তা হলে মানুষকে খুবই দুরূহ অবস্থার মধ্যে পড়ে।

চাকরি প্রাপ্তির জন্য মানুষ নানা টোটকা করে থাকে। এর মধ্যে কিছু টোটকা হয়তো ফলপ্রসূও হয়। কিন্তু এই টোটকাটি সবচেয়ে ভাল কাজ করে। এই টোটকা শুধুমাত্র চলে যাওয়া চাকরি ফিরে পেতেই নয়, যাঁরা দীর্ঘ দিন চাকরি পাচ্ছেন না বা চাকরির যোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে তাঁদের জন্যও খুব কার্যকরী। চলুন টোটকাটি দেখে নেওয়া যাক।

আরো পড়ুন :- নতুন বাড়ি তৈরির সময় অবশই মাথায় রাখবেন এই বিষয় গুলি

সাধারণত মানিপ্ল্যান্ট গাছ আমরা প্রায় সব ঘরেই দেখে থাকি। আমরা জানি যে এটি অর্থ বৃদ্ধিতে বিশেষ সাহায্য করে। কিন্তু সে ক্ষেত্রে মানিপ্ল্যানটি থাকে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মানিপ্ল্যানটি গাছটি বাড়ির অন্য কোণে রাখতে হবে। এই গাছটি রাখার জন্য প্রথমে একটা নীল রঙের বোতল আনতে হবে। তার পর তাতে মানিপ্ল্যান্ট গাছ রাখতে হবে। এটি গাছটি রাখতে হবে বাড়ির উত্তর কোণে।

jotish somnath

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন