Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হিন্দুদের মধ্যে গরু পবিত্র এবং পূজনীয়। হিন্দুরা গরুকে মাতা বলেই পুজো করে। গোটা বিশ্বে গরুকে মাতা বলেই মানে। কিন্তু বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধিতে গো মাংস খেয়ে থাকে। ভারতে গরুর মাংসের রমরমা বাজার। যদিও বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে এখন ‘গোহত্যা” আইনত অপরাধ। কঠোর শাস্তি দেওয়ার নিদান রয়েছে।
তবে গোটা বিশ্বেই গরুর মাংস খাওয়া আর গোহত্যা করায় কোনও নিষেধাজ্ঞা নেই। বিশেষ করে ইসলামিক দেশ গুলোতে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে গোমাংসের ব্যবসা চলে। বিশেষ করে কুরবানি ঈদের দিনে। বহুবার ঘটনার ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চারিদিকে নিন্দার ঝড়ও বয়ে গেছে। বাংলাদেশীরা কোনদিনও পাত্তা দেয়নি কাউকে।
https://m.facebook.com/story.php?story_fbid=326090408881051&id=100044402828451&_rdr
আর এবার বাংলাদেশ থেকে এক ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে এক হিন্দু তরুণীকে ইচ্ছে করে গোমাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে। ওই তরুণী বাংলাদেশের বগুড়া শহরের রানা প্লাজার সব চেয়ে বড় রেস্টুরেন্ট, সম্পাস ডাইনাতে যান। সেখানে গিয়ে তিনি চিংড়ি মাছ অর্ডার করেন। রেস্তোরাঁ থেকে তাঁকে চিংড়ি মাছের ডিশই দেওয়া হয়, কিন্তু তাঁর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় গোমাংস।
এই সংক্রান্ত আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
তরুণী ব্যাপারটি বুঝতে পেরে রেস্তোরাঁর মালিককে ডেকে অভিযোগও করেন। তরুণী অভিযোগ করার সময় কান্নায় ভেঙে পড়েন। এবার রেস্তোরাঁর মালিকরা চিংড়ি মাছের মধ্যেও গোমাংস মিশিয়ে দিচ্ছে। তরুণী অভিযোগ করতে করতে কান্নায় ভেঙে পড়েন।
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিশ্ব দরবারে ভারতকে পৌঁছে দিতে মাস্টার প্ল্যান কেন্দ্রের !