Bangla News Dunia , অজয় দাস :- বিগত কয়েক বছর ধরে রাশিয়া ও চীন একে ওপরের কাছাকাছি আসতে শুরু করেছে। এমনকি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন তার এক বক্তব্যে বলেছেন ইতিহাসে এই প্রথম রাশিয়া ও চীন একে অপরের এত কাছাকাছি এসেছে। এর ফল স্বরূপ রাশিয়া চিনে ৪ টি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট অথাৎ পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন চুল্লি তৈরির জন্য চীনের সাথে চুক্তি করেছে। যা আজ থেকে কয়েক বছর আগে ভাবাই যেতো না।
রাশিয়া ও চীনের এই কাছাকাছি আশা ভারতের উপর কি ভালো প্রভাব পড়বে না খারাপ প্রভাব পড়বে ? এর ফলে ভারত লাভবান হবে না ভারতের ক্ষতি হবে ? এমন প্রশ্ন থেকেই যায়। কারণ রাশিয়া ভারতের পরম মিত্র দেশের মধ্যে সর্ব প্রথম। আর রাশিয়া কোনো মতেই চাইবে না যে তাদের জন্য ভারতের কোনো ক্ষতি হোক। যেমনটা ভারত ও চাইবে না যে ভারতের জন্য রাশিয়ার ক্ষতি হোক। আর এই দুই দেশের রাষ্ট্রনেতার চাইলেও দুই দেশের নাগরিকদের চাপে তারা একে অপরের বিরুদ্ধে যেতে পারবে না।
কিন্তু চীনকে বিশ্বাস করা যায় না। তাই চীন রাশিয়ার সুযোগ নিয়ে ভারতের ক্ষতি করতে পারে বা ভারতের উপর হামলা করতে পারে। কিন্তু রাশিয়া ও চীন যত কাছাকাছি যাবে ভারত ততোই উন্নত হবে। এর প্রধান কারণ ইউরোপ ও আমেরিকা ও ন্যাটো সদস্য দেশ।
আরো পড়ুন :- চীনকে ট্রিলিয়ান ডলারের ঝাটকা দিলো ইউরোপিয়ান ইউনিয়ন !
আমেরিকা রাশিয়া ও চীনকে তাদের শত্রু মনে করে। ইউরোপের কিছু দেশ রাশিয়াকে তাদের শত্রু মনে করে আর কিছু দেশ চীনকে তাদের শত্রু মনে করে। ঠিক তেমনটাই ন্যাটোর সাথে যুক্ত দেশ গুলির কিছু দেশ চীনকে শত্রু মনে করে আর কিছু দেশ রাশিয়াকে শত্রু মনে করে। ফলে চীন ও রাশিয়া কাছাকাছি আসলে তারা সকলেই দুই দেশকেই শত্রু মনে করবে। কারণ যুদ্ধ হলে চীন রাশিয়ার সাহায্য করবে ও রাশিয়া চীনের সাহায্য করবে।
এর ফলে আমেরিকা , ইউরোপ ও ন্যাটো দেশ গুলির কাছে বড় দেশ হিসাবে রইলো ভারত। ফলে চীনকে ও রাশিয়াকে দুর্বল করার জন্য পুঁজিপতি আমেরিকা ও ইউরোপের দেশ গুলি ভারতের উপর ঝুঁকবে। যেমনটা আজ থেকে ৩০ বছর আগে ঝুঁকে ছিলো চীনের উপর , রাশিয়াকে দুর্বল করার জন্য। ফলেই আজ আমেরিকা ও ইউরোপের বড় বড় ব্যাবসার জন্যই চীন এতো উন্নতি করেছে।
ইতি মধ্যেই ইউরোপ ভারতের দিকে ঝুঁকে , চীনের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভঙ্গ করে ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করেছে। আর একই অবস্থা আমেরিকার , আমেরিকা ও চীনকে আর্থিক ভাবে দুর্বল করতে ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে আরো জোর দিয়েছে। ফলে ভারত দ্রুততার সাথে আর্থিক শক্তিতে পরিণত হবার সুযোগ পাবে। এতে ভারত নিজেই উন্নত হবে ও চীন আসতে আসতে আর্থিক দিক থেকে দুর্বল হতে শুরু করবে।
আরো পড়ুন :- বাম্পার অফার , মাত্র ৩৯৯৯ টাকায় ৮ জিবি – ২৫৬ জিবি RAM, ৬৪ MP ক্যামেরা , ৫৮০০ mAhব্যাটারী
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- বিরাট সিদ্ধান্ত : ভারতীয় সেনায় থিয়েটার কম্যান্ড তৈরির পরিকল্পনা ভারতের