Bangla News Dunia , অজয় দাস :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাপোর্ট করুক বা নাই করুন ইসরায়েল সর্বদা ভারতের সাথেই বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবে তার আরো একবার প্রমান পাওয়া গেলো। এক সপ্তাহ হয়নি ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাপোর্ট করেনি। কিন্তু ইসরায়েল ভারতের সাথে বন্ধুত্ব রক্ষায় কোনো কমতি রাখতে চায়না। তাই ইসরায়েল ভারতের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট অফার দিলো।
ভারত দীর্ঘ দিন ধরেই ইসরায়েলের থেকে ড্রোন কেনার জন্য বা লিজে নেবার জন্য আগ্রহ করছিলো। যাতে করে ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তির ঘাতক ড্রোন ভারতকে লিজে দেয় বা বিক্রি করে। সাধারণত কোনো দেশ তাদের সর্বোন্নত হাতিয়ার অন্য দেশের কাছে লিজে বা বিক্রি করেনা। কিন্তু ইসরায়েল তাদের সর্বোন্নত ও ঘাতক ড্রোন ভারতকে দিতে ইচ্ছে প্রকাশ করেছে।
ইসরায়েল তাদের সর্বোন্নত হিরণ টিপি ড্রোন ভারতকে দিতে চলেছে। ভারত সরকার ইসরায়েল থেকে ৪ টি হিরণ টিপি ড্রোন লিজে নিতে চলেছে। যা চীনের সীমান্তে চীনের উপর নজর রাখতে কাজে লাগানো হবে। এটি একটি গুপ্তচর ড্রোন ও বলা যাতে পারে। ভারতের কাছে আগে থেকেই ৫০ টির বেশি হিরণ টিপি ড্রোন রয়েছে কিন্তু এই ৪ টি ড্রোন বর্তমানে সর্বোচ্চ উন্নত প্রযুক্তিতে তৈরী।
এছাড়া ইসরায়েল তাদের ঘাতক ড্রোন মিনি হারপি ( Mini Harpy ) ভারতকে দিতে চলেছে। এটি একটি ঘাতক সুইসাইডার ড্রোন। অথাৎ এই ড্রোন বিরোধীদের সাথে সাথে নিজেকেও ধ্বংস করে দেয়। এই ড্রোন বিরোধী শিবিরে একদম নিখুঁত হামলা করতে সক্ষম। এই ড্রোন একবারে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। এছাড়া ৩ থেকে ৪ ঘন্টা আকাশে থাকতে পারে এই ড্রোন। আর এই ড্রোনের গতি ২০০ থেকে ৩০০ কিলোমিটার প্রতিঘন্টা যা এই ড্রোনকে আরো ঘাতক বানিয়ে তোলে।
ফলে যখন এই ড্রোন বিরোধী শিবিরে হামলা করে তখন বিরোধী শিবির থেকে পালানো বা রকেট লঞ্চার দিয়ে এই ড্রোনকে ধ্বংস করা সময় পর্যন্ত থাকে না। এই ড্রোন ভারতে আশার ফলে ভারতের বায়ু সীমা অনেকটাই সুরক্ষিত হবে। এছাড়া ফাইটার জেটের পরিবর্তে পাকিস্তানে অবস্থিতি আতঙ্কবাদীদের ট্রেনিং সেন্টার গুলি ভারতে বসেই ধ্বংস করা সম্বভ হবে।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।