ব্রেকিং নিউজ : ভারতের সেনা প্রধানের তরফ থেকে চীনকে দেওয়া হলো কড়া বার্তা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- এক সাংবাদিক বৈঠকে ভারতের সেনা প্রধান এম এম নারভানে চীনকে দিলো করা বার্তা। ভারতের সেনা প্রধান সাংবাদিক বৈঠক করে জানান যে ভারত ও চীন সীমান্তে চীনের তরফ থেকে সীমান্ত এলাকায় কোনো প্রকার উত্তজেনা সৃষ্টির চেষ্টা করা হলে ভারত তার জবাব দিতে সর্বদা প্রস্তূত। তিনি বলেন ভারত ও চীনের বৈঠক অনুযায়ী চীনের সেনাদের তাদের যথা স্থিতি বজায় না রাখলে ভারত তার জবাব দিতে প্রস্তূত।

মূলত বিগত কয়েক দিন ধরেই চীন ভারত সীমান্তে উত্তজেনা বৃদ্ধির চেষ্টা করছে।  সেখানে তারা সীমা রেখা উলঙ্ঘণ করছে। বিভিন্ন অত্যাধুনিক হাতিয়ার মোতায়েন করছে এরই সাথে দুই দেশের চুক্তি অনুযায়ী যেই সকল এলাকা থেকে সেনা সরানো হয়েছিল সেই সকল এলাকায় চীন আবার আসতে আসতে সেনা মোতায়েন করতে শুরু করেছে। ফলে মনে করা হচ্ছে চীন আবার ভারত ও চীন সীমান্ত উত্তপ্ত করতে চাইছে।

ভারতীয় সেনা প্রধান তার বক্তব্যে বলেন চুক্তি অনুযায়ী যেই সকল এলাকায় সেনা থাকার কথা নয় সেই এলাকা থেকে চীন নিজের সেনা সরিয়ে নিক। তার এই বক্তব্যের পরেই মনে করা হচ্ছে ভারত ও চীন সীমান্তে আবারো উত্তেজনা দেখা যেতে পারে।

আরো পড়ুন :- চীনকে শায়েস্তা করতে ভারতকে নিজের ঘাতক ড্রোন দিচ্ছে ইসরায়েল !

তিনি তার বক্তব্যে বলেন , ১.  ভারত নিজের জমির  ক্ষতি বরদাস্ত করবে না।  ২. ভারত যেকোনো আপৎকালীন স্থিতির সাথে লড়াই করতে সক্ষম , এটা চীনের ভালো করে বোঝা উচিত। ৩. চীন ও ভারতীয় সীমানার একতরফা পরিবর্তন ভারত কখনোই মেনে নেবে না। ৪. সীমান্তে যেই সকল অঞ্চলে উত্তেজনা রয়েছে সেই সকল অঞ্চলে দ্রুত সেনা পিছনে নেওয়া হোক। ৫. যতক্ষণ না চীন পিছনে যাবে ততক্ষন ভারতীয় সেনাও পিছনে যাবে না।

৬. চীন শুধু প্যাংগং ঝিল এলাকা থেকে পিছনে গেছে বাকি এলাকায় আগের পরিস্থিতি রয়েছে। ৭. হাতিয়ার ও সেনা মজুত করে চীন দুই দেশের সীমান্ত উত্তপ্ত করছে , যা একদম বরদাস্ত করবে না ভারত। ৮. সীমান্তের উঁচু এলাকা ভারতের কবজায় রয়েছে ( এর মাধ্যমে ভারতের শক্তি বোঝানোর চেষ্টা করেছেন তিনি ) ৯. চীনের সেনা দুই দেশের মধ্যে সমঝোতার একতরফা উলঙ্ঘন করেছে। ১০. আগামী বৈঠকের আগে সীমান্তে এপ্রিল ২০২০ -র অবস্থা বহাল করতে হবে চীনের । ভারতের সেনা প্রধানের এই বক্তব্যের মধ্যে চীনের প্রতি কড়া বার্তা প্রকাশ পাচ্ছে।

 

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

Bangla News Dunia Dinesh