Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– ধূমপায়ীদের জন্য অনেক বেশি বিপজ্জনক করোনা। যেসব ব্যাক্তি ধূমপান করেন, তাঁদের করোনা ভাইরাস সংক্রমন থেকেও ভয়ংকর অসুখ হওয়ার ও মৃত্যুর আশঙ্কা ৫০ শতাংশ বেশি থাকে। এই ভাবেই সব ধূমপায়ীদের সতর্ক করলেন ‘হু’ প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।
সারা বিশ্বে ধূমপান বিরোধী একটি প্রচার চালাচ্ছে WHO। সেই প্রসঙ্গে এক বিশেষ বিবৃতিতে সকলকে সতর্ক করলেন WHO প্রধান। তিনি বলেন , ধূমপায়ীরা করোনায় সংক্রমিত হলে সেখান থেকে ক্যানসার, হৃদরোগ ও অন্যান্য শ্বাসজনিত অসুখের আক্রান্ত হতে পারেন। তিনি বলেন, ধূমপায়ীদের যে কোনও গুরুতর অসুখে আক্রান্ত হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ বেশি থাকে। তাই করোনা থেকে বাঁচতে সবথেকে ভালো কাজ হল ধূমপান ছেড়ে দেওয়া। ক্যানসার, হৃদরোগ ও শ্বাসপ্রশ্বাসের অসুখের ঝুঁকিও কমবে।
তিনি সমস্ত দেশকে অনুরোধ জানান, ‘হু’-এর প্রচারে অংশ নিতে, যাতে সারা বিশ্বে তামাক-মুক্ত পরিবেশ সকলকে উপহার দেওয়া যায়। এই প্রচার অভিযানে আগামী ৬ মাস ধরে ‘কুইট চ্যালেঞ্জ’ তথা ধূমপান ছাড়ার ব্যাপারে সকলকে উৎসাহ দেওয়া হবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার ও উইচ্যাট-এর মতো সোশাল প্ল্যাটফর্মে।
এই দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ গত ২০১৯ সালে ই-সিগারেট নিষিদ্ধ করা ও দেশজুড়ে তামাক সেবনের বিরুদ্ধে সকলকে সচেতন করার প্রয়াসের জন্য এই সম্মান দেওয়া হল তাঁকে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।