আগামী ১০ই জুন সূর্যগ্রহণ ! কোন রাশির উপর কি প্রভাব পড়বে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামী ১০ই জুন বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণের প্রভাব পৃথিবীতে পড়তে চলেছে। ফলে জ্যোতিষ শাস্ত্র মতে কোন বিভিন্ন রাশির উপর প্রভাব পড়তে চলেছে।

দেখুন কোন রাশিতে কি প্রভাব —–

১. মেষ- গ্রহণ চলাকালীন এই রাশির জাতক-জাতিকারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া থেকে নিজেদের বিরত রাখুন। আর্থিক হানি হতে পারে।

২. বৃষ- গ্রহণের সময় এই রাশির জাতক-জাতিকারা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্ম ক্ষেত্রে সাবধানতা  নিন।

৩. মিথুন- কিছু টাকা পয়সা হারাতে পারেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।

৪. কর্কট- এই রাশির জাতক-জাতিকাদের সুরক্ষিত রাখা দরকার। বাকবিতন্ডাকে এড়িয়ে চলুন।

৫. সিংহ- এদের আর্থিক লাভ হতে পারে।

৬. কন্যা- নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কাউকে টাকা পয়সা কি দেবেন না।

৭. তুলা- ভেবেচিন্তে তবেই কোন পথে পা বাড়াবে, না মানসিক অশান্তি দূর করুন। গরীব মানুষকে সাহায্য করুন।

৮. বৃশ্চিক- এই রাশির জাতকদের মনের ওপর কাবু রাখা প্রয়োজন। প্রয়োজনে মেডিটেশন করুন।

৯. ধনু- কর্মক্ষেত্র এবং শিক্ষা উভয় ক্ষেত্রেই প্রয়োজনীতা থাকবে। কাজে মনোনিবেশ করলে সময় ভালো যেতে পারে

solar-eclipse

১০. মকর- এই রাশির জাতক-জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কোনও কাজ করার আগে ভালো করে ভেবে চিন্তে তবে।

১১. কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা নিজেদের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন।

১২. মীন- এই রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী থাকবেন। ভেবেচিন্তে কাজ করুন।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে নিম্নমুখী করোনা সংক্রমন। এই পরিস্থিতিতে আরও বেশি সচেতন হন। যাতে দেশ শীঘ্রই করোনা মুক্ত হতে পারে। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন