যুদ্ধ না থামালে বসবে ১০০% শুল্ক ! পুতিনকে সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করা নিয়ে (Ceasefire) এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মস্কোকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, এই সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়া ও তার বাণিজ্যিক বন্ধু দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার উপর খুবই অসন্তুষ্ট। তাই যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে কড়া শুল্ক আরোপ করা হবে। তা হবে প্রায় ১০০ শতাংশ।’ যে দেশগুলি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্যের উপরও অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে পুতিনের আচরণে রীতিমতো অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার জন্য কোনও উদ্যোগ না নিয়েই ইউক্রেনে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছেন পুতিন। যা নিয়ে মোটেই খুশি নন ট্রাম্প। তাই ইতিমধ্যেই ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাঠানোর কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা বসানোরও ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এই আবহেই চড়া শুল্কের হুমকি দিয়ে রাশিয়াকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন তিনি।

আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন