ফের নিম্নচাপ বঙ্গে, নেপথ্যে ঘূর্ণাবর্ত ! রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের নিম্নচাপ বঙ্গে! এই নিম্নচাপের নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট নিয়ে আসছে। অন্তত তেমনই আভাস আবহাওয়া দপ্তর সূত্রে। সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

বঙ্গে দানা বাঁধছে নতুন ঘূর্ণাবর্ত! আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার থেকে আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে গাঙ্গেয় বঙ্গে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং হাওড়ায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার কথা। সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কমবে তাপমাত্রার পারদ। এদিকে, আগামী ৫ দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস বলছে, বর্ষার বৃষ্টিতে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বহু জায়গা কম বেশি বৃষ্টিতে ভিজতে পারে সারা সপ্তাহ ধরে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। নতুন ঘূর্ণাবর্তের জন্য উত্তরবঙ্গেরও আবহাওয়ার বদল হতে পারে।

আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন