মাছ শিকারে বেরিয়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ! আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আন্তর্জাতিক জলসীমায় (International waters) অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে (Bangladesh) আটক হলেন ৩৪ ভারতীয় মৎস্যজীবী (Fishermen Detained)। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি ট্রলারও (Fishing trawlers)।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

জানা গিয়েছে, কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থেকে ওই মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামে দু’টি ট্রলারে করে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু বাংলাদেশের নৌবাহিনী সূত্রে খবর, আন্তর্জাতিক জলসীমা পার করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়েছিল বলে অভিযোগ। বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ ওই ট্রলারগুলির গতিবিধির উপর নজর রাখছিল। এরপর বঙ্গোপসাগরের উপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে ওই মৎস্যজীবীদের আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় ট্রলার দু’টিও। ইতিমধ্যেই আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে বাংলাদেশের মৎস্য ও নৌপরিবহণ দপ্তরের তরফে আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে বলে খবর।

এদিকে, মৎস্যজীবীদের আটক হওয়ার খবর আসতেই দুশ্চিন্তায় রয়েছে কাকদ্বীপের মৎস্যজীবীদের পরিবারগুলি। এক মৎস্যজীবীর পরিবারের সদস্যের কথায়, ‘বাংলাদেশ থেকে ফোন এসেছিল। শুনলাম আটক করা হয়েছে। বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তায় রয়েছি।’ ইতিমধ্যেই রাজ্যের মৎস্য দপ্তরের তরফে তাঁদের দ্রুত বাড়ি ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। যোগাযোগ করা হয়েছে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সঙ্গেও। এভাবে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের ঘটনা বারবার উঠে আসছে। তাই এব্যাপারে মৎস্যজীবীদের আরও সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন