‘২৬-এ আবারও তৃণমূল !’ শহিদ মঞ্চে খুঁটি পুজোর পর হুংকার সায়নীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : একদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, অন্যদিকে শহিদ দিবসের (21st July TMC Rally) আগেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এই দুই পরিস্থিতিকে সঙ্গী করে চলতি বছর তৃণমূলের শহিদ দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। তাই এই বিশেষ দিনের কথা মাথায় রেখে তৃণমূলের কংগ্রেসের তরফে ধর্মতলায় জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে ধর্মতলায় সম্পন্ন হল খুঁটি পুজো। সেখানে উপস্থিত ছিলেন দলের নেতা, মন্ত্রী-সহ কলকাতার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

প্রতি বছর ২১ জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয় ধর্মতলা মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে। এদিন সেখানেই খুঁটি পুজো করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি, অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষ, দেবাশিস কুমার সহ দলের একাধিক নেতা-কর্মীরা।

দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘সিপিএমের (CPM) মতো বিজেপিও (BJP) বাংলা থেকে শূন্য হয়ে যাবে। দুর্গাপুরে মোদি আসছেন কেন জানেন? শুভেন্দু বনাম দিলীপ ঘোষের সার্কাস দেখাতে।’

পাশাপাশি সায়নী ঘোষ বলেন, ‘২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মা-মাটি-মানুষ মমতার (CM Mamata Banerjee) সঙ্গে রয়েছে। যতই নাড়ুক কলকাঠি, ২৬-এ আবার হাওয়াই চটি।’ এরই সঙ্গে মোদির দূর্গাপুরের সভা নিয়ে তিনি বলেন, ‘১৮ তারিখ  প্রধানমন্ত্রী আসছেন আর আমি ১৭ তারিখ আসানসোলে সভা করব। তিনি কতটা জনপ্রিয়, সেটাই তো আমি দেখতে চাই।’

আরও পড়ুন : পিএম স্কলারশিপ স্কিমে পড়ুয়ারা পাবে ৭৫০০০ টাকা। কিভাবে আবেদন করবেন ? পদ্ধতি জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন